ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক করোনার লকডাউনে পোপ ইমেরিটাস বেনেডিক্ট ষোড়শের ৯৩ তম জন্মদিন পালন

করোনার লকডাউনে পোপ ইমেরিটাস বেনেডিক্ট ষোড়শের ৯৩ তম জন্মদিন পালন

0
824

ডেস্ক নিউজ:
পোপ ইমেরিটাস বেনেডিক্ট ষোড়শের ৯৩ তম জন্মদিন পালন করা হয় ১৭ এপ্রিল। কোভিড-১৯ বা করোনাভাইরাসের মহামারিতে ইতালিতে থাকা লকডাউন বা অবরুদ্ধ অবস্থায় অবসরে যাওয়া এই পোপের জন্মদিন পালন করা হয়েছে ভাটিকানে তাঁর বাসগৃহে। তাঁর ব্যক্তিগত সচিব আর্চবিশপ জর্জ গানসুন ভাটিকান নিউজকে বলেন, জন্মদিন উপলক্ষে পোপ ইমেরিটাস বেনেডিক্ট বহু ইমেল, চিঠি ও ফোন কল পেয়েছেন।
পোপ ইমেরিটাস বেনেডিক্টের সচিব আরো বলেন, ‘পোপ বেনেডিক্ট করোনার মহামারি নিয়ে চিন্তিত। তিনি করোনায় যারা আক্রান্ত তাদের সুস্থতা কামনা প্রার্থনা করছেন। করোনার সংকট যেন দূর হয় তাই তিনি অবিরাম প্রার্থনা করে চলছেন।’
প্রসঙ্গত, ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে করোনায় মারা গেছেন ৮৪ জন, আক্রান্ত হয়েছেন ২,১৪৪ জন। সারা বিশ্বে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪২ হাজারের বেশি মানুষ।
(সিএনএ)