শিরোনাম :
ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের মানবিক প্রয়াস
|| ম্যাগডেলিন ডি’সিলভা, চট্টগ্রাম ||
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সারা বিশ্ব তথা বাংলাদেশের অন্যান্য স্থানের মতো শঙ্কিত চট্টগ্রামবাসিও। জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অধিকাংশ এলাকা লকডাউন করা হয়েছে ।
সবাই সরকারি নির্দেশনা অনুসারে নিজ নিজ ঘরে অন্তরীণ রয়েছেন এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ব্যবহারম স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ও বার বার স্পর্শ করতে হয় এমন বস্তুগুলো জীবানুমুক্ত করছেন। কিন্তু স্বল্প আয়ের মানুষের পক্ষে এগুলো যোগাড় করা সত্যিই কষ্টসাধ্য। আর করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা করার মতো সচেতনতার অভাবও প্রকট।
তাই চট্টগ্রামের খ্রিষ্টান ও অন্যান্য ধর্মানুসারী যুবক-যুবতীদের সমন্বয়ে গঠিত দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ মানবতার হাত বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের পাথরঘাটার সিএন্ডবি কলোনিতে ৩০০ পরিবারের মাঝে হোম-মেইড হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে “দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ”।
দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা জুলিয়েট জোন টসকানো এবং গ্রুপের অন্য সদস্যরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও করোনা প্রতিরোধের বিষয়ে সচেতন করেন এবং দি ক্রিয়েটিভ কালচারাল গ্রুপের করোনা ভাইরাস সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
তারা শপথ গ্রহণ করে “করোনাকে করবো না ভয়, আমরা সবাই করবো জয়।”