ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট করোনার মহামারিতে প্রান্তিক সদস্যদের পাশে ঢাকা ক্রেডিট

করোনার মহামারিতে প্রান্তিক সদস্যদের পাশে ঢাকা ক্রেডিট

0
6136

|| ডিসিনিউজ || ঢাকা:
কোভিড-১৯ বা করোনার মহামারিতে ঢাকা ক্রেডিটের প্রান্তিক-দরিদ্র সদস্যদের পাশে দাঁড়াচ্ছে ঢাকা ক্রেডিট। প্রান্তিক-দরিদ্র সদস্যদের নিকট ভর্তুকীর ভিত্তিতে পণ্য সরবরাহ করা হবে। ৫/৬ সদস্যের পরিবারের জন্য এক মাসের চলার জন্য চাউল, ডাল, তেল, লবণ ও চিনি ঢাকা ক্রেডিট থেকে সরবরাহ করা হবে। এই প্যাকেজের যা খরচ হবে, তার অর্ধেক ঢাকা ক্রেডিট বহন করবে। তালিকা অনুসারে পণ্য ঘরে পৌঁছে দেওয়া হবে। করোনার এই সংকটময় পরিস্থিতিতে দরিদ্র ও উপার্জনহীন ঢাকা ক্রেডিটের সদস্য শুধু মাত্র দুইশত টাকা দিয়ে পণ্য গ্রহণ করতে পারবেন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘করোনার ফলে যাদের এখন আয় বন্ধ, ঘরে খাবার নাই, সেই সব প্রান্তিক ও দরিদ্র সদস্যদের জন্য ঢাকা ক্রেডিট ভর্তুকীর ভিত্তিতে পণ্য সরবরাহ করবে। এই বিষয়ে এই সেবা পেতে করণীয় দ্রুত ডিসি নিউজে জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরো জানান, যারা করোনার জন্য সাময়িকভাবে দুর্দশাগ্রস্ত, মধ্য বিত্ত, তাদের কথাও মাথায় রেখেছে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদ। এই লক্ষে আগামী মাস থেকে দেওয়া হবে কমোডিটি ঋণ। করোনার মহামারির জন্য দেওয়া এই ঋণ দেওয়া হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। চিকিৎসা, ঘর ভাড়া, খাবার ও অন্য দরকারে এই ঋণের জন্য সদস্যরা আবেদন করতে পারবেন। তিন মাসে পর্যায় ক্রমে এই টাকা দেওয়া হবে। ঋণের টাকার প্রথম মাসে দেওয়া হবে ২০ হাজার টাকা। এই টাকা দিয়ে সদস্যকে ৪০% সমবায় বাজার থেকে বাজার করতে হবে। বাকি টাকা নগদে দেওয়া হবে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আরো জানান, করোনার সংকটের এই সময়ও যেন ঢাকা ক্রেডিটের অফিস স্বল্প পারিসরে খোলা থাকে এবং সদস্যরা সেবা পেতে পারেন তার জন্য সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। এ ছাড়া করোনার প্রকোপের কারণে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সরকারের ঘোষিত প্রণোদনা থেকে সমবায় সমিতিগুলো যেন অংশ পায় তার জন্য কাজ করা হচ্ছে। এই লক্ষে বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে করণীয় নির্ধারণ করা হচ্ছে বলে তিনি জানান।

২৬ এপ্রিল থেকে ঢাকা ক্রেডিটের লেনদেন সীমিত আকারে চলবে