ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট করোনায় ক্ষতিগ্রস্ত এবং নিম্ন আয়ের সদস্যদের মূল্যছাড়ে পণ্য বিতরণ করছে ঢাকা ক্রেডিট

করোনায় ক্ষতিগ্রস্ত এবং নিম্ন আয়ের সদস্যদের মূল্যছাড়ে পণ্য বিতরণ করছে ঢাকা ক্রেডিট

0
6860

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১৫ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাসের (কোভিড-১৯) ফলে দরিদ্র ও উপার্জনহীন সদস্যদের সমস্যা কিছুটা নিরসন কল্পে সীমিত পর্যায়ে নিম্ন লিখিত শর্ত ও নীতিমালার আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মূল্যছাড়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে যা মে, ২০২০ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর।
১. করোনা ভাইরাসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং নিম্ন আয়ের সদস্যদের পরিবারের (৫/৬জন সদস্য) এক মাসের নিত্যপ্রয়োজনীয় সামগ্রি মূল্যছাড় পদ্ধতিতে প্রদান করা হবে।
২. এক পরিবারের একাধিক সদস্য এই নীতিমালার আওতায় পণ্য গ্রহণ করতে পারবেন না। এক পরিবারের একজন সদস্য এই মূল্যছাড়ে পণ্য বিতরণ সুবিধা প্রাপ্ত হবেন।
৩. প্রস্তাবিত পণ্য সামগ্রির মধ্যে ২০ কেজি চাল, ৩ কেজি ডাল, ১০ কেজি আটা, ৩ লিটার তেল, ৫ কেজি পিঁয়াজ, ৭ কেজি আলু, ২ কেজি লবন, ২ কেজি চিনি, ১০০ গ্রাম চা-পাতা, ২৫০ এমএল সরিষার তেল, গাঁয়ে মাখার সবান, কাপড় কাচার সাবান, ভীমবার ও মসলা।
৪. মাসিক এই প্যাকেটের মোট মূল্য কম বেশী ৩৪০০ টাকা যার ৫০% মূল্যছাড়ে অর্থাৎ ১৭০০ টাকায় প্রদান করা হবে।
৫. মূল্যছাড়কৃত টাকার সর্বনিন্ম ২০০ টাকা প্রদান পূর্বক সদস্যগণ এই প্যাকেট গ্রহণ করতে পারবেন এবং বাকী টাকা সর্বোচ্চ ১২ (বার) মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন। ১ম ৬ মাস এ টাকা পরিশোধ না করলেও পরবর্তী ৬ মাসে সমকিস্তিতে এ টাকা পরিশোধ করতে হবে।
৬. সদস্যগণ ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত (সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত) নিকটস্থ কার্যালয়ে বা যে কার্যালয়ে লেনদেন করেন সেই কার্যালয়ের জন্য উল্লিখিত (এখানে সংযুক্ত) হট নাম্বারগুলোতে ফোন দিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং কোন তারিখে পণ্য সংগ্রহ করতে চান তার তথ্য প্রদান পূর্বক নাম নিবন্ধন করবেন; অতঃপর স্থানীয় কমিটির সুপারিশক্রমে এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
৭. দ্রব্যাদি নির্দিষ্ট সদস্যদের মহল্লায় অথবা সম্ভব হলে বাড়ীতে পৌঁছে দেয়া হবে।
৮. কোন সদস্য সরকারী, সমবায় সমিতি বা অন্য কোন প্রতিষ্ঠান হতে অনুদান প্রাপ্ত হলে তিনি এ মূল্যছাড়ে পণ্য বিতরণ কার্যক্রমের সুবিধা ভোগ করতে পারবেন না।
৯. কোন সদস্য বা তার পরিবার কমোডিটি লোন গ্রহণ করলে মূল্যছাড়ে পণ্য বিতরণ কার্যক্রমের আওতায় আসতে পারবেন না।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।

উপরোক্ত সেবাটি পেতে যোগাযোগ করুন:

আরো পড়ুন

২৬ এপ্রিল থেকে ঢাকা ক্রেডিটের লেনদেন সীমিত আকারে চলবে

বিশেষ বিজ্ঞপ্তি

মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে কমোডিটি ঋণ