শিরোনাম :
সমবায়ীদের ৫০০ কোটি টাকার প্রণোদনা দাবি
ডিসিনিউজ || ঢাকা
দেশের ক্রেডিট ইউনিয়নসমূহের কেন্দ্রীয় সংগঠন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) ক্রেডিট ইউনিয়নগুলোর জন্য সরকারের নিকট হতে ৫০০ কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন।
কাল্ব চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী ও সেক্রেটারি আফড্রেড রায় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো: আমিনুল ইসলাম বরাবর এক চিঠি লিখেন। চিঠিতে উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এই দুর্যোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন খাতে স্বল্প মুনাফায় ৯২ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সংবিধানে ৩ প্রকার মালিকানার মধ্যে সমবায় ২য় খাত। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন স্বপ্ন দেখেছিলেন এ দেশের উন্নয়নের মূল হাতিয়ার হচ্ছে সমবায় আর এ কারণেই তিনি সমবায় খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। আজ জাতির পিতার সেই সমবায় আন্দোলনকে টিকিয়ে রাখতে কাল্বভূক্ত ক্রেডিট ইউনিয়নগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে সমবায় ব্যাংক অথবা যেকোন তফসিল ব্যাংকের মাধ্যমে কাল্ব-কে ৫০০ (পাঁচশত) কোটি টাকার তহবিল সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ রইল।
চিঠিতে আরো উল্লেখ করেন, কাল্ব তার সদস্য ক্রেডিট ইউনিয়নের মাঝে প্রায় ৫৫০ কোটি টাকা ঋণ বিনিয়োগ করেছে। বর্তমান মহামারী অবস্থায় সরকারী নির্দেশনা অনুযায়ী দেশে সাধারণ ছুটি চলছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। ফলে সমবায়ীদের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। সকল কার্যক্রম বন্ধ থাকার ফলে বিনিয়োগকৃত ঋণের কিস্তি ও মুনাফা আদায়ও বন্ধ আছে। সদস্যদের আয় বন্ধ হওয়ায় সদস্যগণ আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে বিধায় ঋণের কিস্তি ও মুনাফা ফেরত প্রদানে অনীহা প্রকাশ করছে। ঋণের কিস্তি ও মুনাফা আদায় না হওয়ায় কাল্ব বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সদস্যদের চাহিদা অনুযায়ী নতুন ঋণ প্রদান করতে পারছে না। ফলে ক্রেডিট ইউনিয়নসহ কাল্ব ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে।
প্রসঙ্গত, সমগ্র বাংলাদেশে ১ লক্ষ ৭৭ হাজার নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে এবং প্রায় এক কোটির অধিক সমবায়ী রয়েছে। যারা কৃষি উৎপাদন, বিপণন, মৎস্য উৎপাদন, দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সমবায় দুগ্ধ ব্যবস্থাপনা, ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র ঋণ বিতরণ ও নানা ধরনের কাজের সাথে জড়িত। কাল্ব সমগ্র বাংলাদেশে সমবায় অঙ্গনে ১০৪৮ টি ক্রেডিট ইউনিয়ন বা সমবায় প্রতিষ্ঠান গঠন করে ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ সংগঠন হিসেবে কাজ করছে। যার সদস্য সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ এবং মূলধন প্রায় ৩৭০০ কোটি টাকা। কাল্ব-এর ৮৩২ জন কর্মী রয়েছে এবং মূলধন ৯০০ (নয়শত) কোটি টাকার অধিক।