ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আন্তন হালদার আর নেই

আন্তন হালদার আর নেই

0
1298

ডিসিনিউজ || ঢাকা
হার্ট এটাকে মারা গেলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) মোহাম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৫৫ বছর।
তাঁর শ্যালক মার্টিন রোনাল্ড প্রমানিক ডিসিনিউজকে জানান, ২৪ এপ্রিল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে আন্তনকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
তাঁর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা আন্তনের আত্মার চির শান্তি কামনা করি। তাঁর পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা। তিনি ঢাকা ক্রেডিটের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।’
আন্তন হালদার খ্রীষ্টান এসোসিয়েশন, ঢাকা ক্রেডিট ছাড়াও তিনি বাংলাদেশ খ্রীস্টান লেখক ফোরাম, হাউজিং সোসাইটি ও মন্ডলীর কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। অমৃত্যু তিনি সমাজ সেবা করে গেছেন। তিনি চাকরি করতেন সিসিডিবি-তে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী নন্দিতা পারুল হালদার ও একমাত্র ছেলে অয়ন অরভিন হালদারসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাংখি।
তাঁর স্থায়ী নিবাস হচ্ছে যশোর।
আজ দুপুরে তার মরদেহ মোহাম্মদপুর কবরস্থানে সমাধিস্থ করা হয়।