শিরোনাম :
আন্তন হালদারের মৃত্যুতে খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দের শোক প্রকাশ
ডিসিনিউজ || ঢাকা
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) মোহাম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। তিনি গতকাল রাতে হার্ট এটাকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া শোক প্রকাশ করে বলেন, ‘আমরা আন্তন হালদার হঠাৎ মৃত্যুবরণ করায় খুবই মর্মাহত। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি ও তাঁর স্ত্রী ও ছেলের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি। সমাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
মোহাম্মদপুর ধর্মপল্লীর কবরস্থানে আন্তনের লাশ কবরস্থ করা হয়।
শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ও শোক প্রকাশ করতে কবরস্থানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট ও বিসিএ’র মোহাম্মদপুর শাখার ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিষ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ও বিসিএ’র মোহাম্মদপুর শাখার সেক্রেটারি পল্লব ডি’রোজারিও, বিসিএ’র মোহাম্মদপুর শাখার যুগ্ম মহাসচিব নিলু বিশ্বাস, বিসিএ’র বাক্ষ্রণবাড়িয়া শাখার সেক্রেটারি মলয় নাথ, মোহাম্মদপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত সমীর ফ্রন্সিস রোজারিও, মোহাম্মদপুর ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান দীলিফ পিউস রোজারিও ও সেক্রেটারি মার্টিন বিশ্বাস, প্যারিসের সদস্য ড. ইসুদোর গমেজ।