শিরোনাম :
বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সিতাংশু সেন আর নেই
ডিসিনিউজ || ঢাকা
ঐতিহ্যবাহী ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি সিতাংশু সেন আর নেই। তিনি ১ মে শুক্রবার সকাল ৭টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।
মাত্র ৭ জন সদস্য ও ৭০ টাকা মূলধন নিয়ে সিতাংশু সেন ১৯৮০ খ্রিষ্টাব্দের ৩০ আগস্ট প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি.। বর্তমানে এই সমিতির মূলধন ও সম্পদ-পরিসম্পদ প্রায় ৮০ কোটি টাকা ও সদস্য প্রায় ১৮ হাজার।
সমবায়ী এ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত ইগ্নাসিওস কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আদর্শ সমবায়ী নেতা সিতাংশু সেনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করি। তাঁর মতোন একজন প্রতিভাবান মানুষের জন্ম না হলে হয়ত ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি. প্রতিষ্ঠা হতো না। এই সমিতিটির মাধ্যমে হাজারো মানুষ তাঁদের জীবনে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাচ্ছে। আমরা তাঁর কৃতকর্মের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।’
বহুমুখী সমবায় সমিতির সিনিয়র অফিসার জেমস মানিক বোস ডিসিনিউজকে জানান, সিতাংশু সেনের মর দেহ আজ সাভারের দেওগাঁ খ্রিষ্টান কবরস্থানে কবরস্থ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান পরিচালনা করেন রেভা. জেমস টি হালদার।
সিতাংশু সেন বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুল, বিএম কলেজ থেকে পড়াশোনা করেন। তিনি অক্সফোর্ড মিশন হাই স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এর পর তিনি চাকরি করেন ঢাকার শহীন স্কুলে ও ঢাকাস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসে। অবসর জীবনে তিনি সাভারে হোমিও প্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিয়ে সুনাম অর্জন করেন। জীবনের শেষ পর্যন্ত তিনি হোমিও প্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিয়েছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রদীপ সরকার ও সম্পাদক ডা. বিনয় গোস্বামীসহ বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।
চার্চ অব বাংলাদেশের সদস্য সিতাংশু সেনের স্থায়ী নিবাস বরিশালের আগৈলঝড়ার আস্কর গ্রামে। তাঁর পিতা মৃত সুরেন্দ্রনাথ সেন ও মাতা মৃত সুপ্রভা সেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী রমা সেন, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনকে।
২০১৭ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষা প্রসারের জন্য মেধাবী শিক্ষার্থীদের সমিতির পক্ষে সিতাংশু সেন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।