শিরোনাম :
দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম খ্রিষ্টভক্তের মৃত্যু
সুমন কোড়াইয়া || ঢাকা
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম খ্রিষ্টভক্তের মৃত্যু হয়েছে। তাঁর নাম অজিত কুমার চাকমা। তিনি ঢাকার মহাখালী খ্রিষ্টান পাড়ায় থাকতেন। তিনি ৫ মে মঙ্গলবার মহাখালীর বাসায় সকাল সোয়া দশটায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তাঁর স্থায়ী নিবাস রাঙ্গামাটি জেলার সদরে।
অজিত কুমার চাকমার মেয়ে ময়মনসিংহে কর্মরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা ডিসিনিউজকে বলেন, ‘আমার বাবা কিডনি রোগে ভোগছিলেন। তাঁকে স্কয়ার হাসপাতাল থেকে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছিলো।’। মিসেস চাকমা দাবী করছেন, স্কয়ার হসপাতাল থেকেই তার বাবার দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে, ‘স্কয়ারে ডায়ালাইসিস করানো হয় এমন ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন,’ বলেন ভিক্টোরিয়া চাকমা।
ভিক্টোরিয়া বলেন, যেদিন তাঁর বাবা মারা যান সেদিন মারা যাওয়ার কয়েক ঘন্টা পর তাঁরা জানতে পারেন তাঁর বাবার করোনা পজেটিভ।
আজ তেজগাঁও গির্জায় সুরক্ষা পোশাক পরে তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত কল্লোল রোজারিও অজিত কুমার চাকমার মর দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। সুরক্ষা পোশাক পরে মরদেহ সৎকারে নিয়োজিত ছিলেন অজিত কুমার চাকমার মেয়ে জামাই ও তিনজন প্রতিবেশী।
অন্ত্যেষ্টিক্রিয়ায় তাঁরা ছাড়াও অজিত কুমার চাকমার স্ত্রী ও আরেকজন ভদ্র মহিলা উপস্থিত ছিলেন।
পেশা জীবনে অজিত কুমার চাকমা ও তাঁর স্ত্রী করবী চাকমা সিনিয়ার স্টাফ নার্স ছিলেন।
দেশে কমপক্ষে ৩০ জন খ্রিষ্টভক্ত করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় খ্রিষ্টভক্তরা মারা গেলে তাদের মৃতদেহ কীভাবে কবরস্থ করা হবে এই বিষয়ে সরকার নির্দেশনা তৈরি করেছে। করোনায় আক্রান্ত হয়ে কোনো খ্রিষ্টভক্ত মারা গেলে এবং লাশ দাফনে আর্থিক সংকট থাকলে, সেই ক্ষেত্রে আবেদনের পরিপ্রেক্ষিতে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে সর্বোচ্চ সাত হাজার টাকা প্রদান করা হবে। তবে খরচের বিল-ভাউচার ট্রাস্ট বরাবর দাখিল করতে হবে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, ‘করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে আমি সকলকে সামাজিক দূরত্ব মানার অনুরোধ করছি। এ ছাড়া আমরা যেন স্বাস্থ বিধি মান্য করি। ঘরে থাকি, নিজেকে নিরাপদে রাখি।’
তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ ডিসিনিউজকে বলেন, করোনারোগী দাফন করার আগে আমরা তেজগাঁও থানায় অবহিত করেছি। তারা আমাদের বলেছেন, স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে সৎকার করতে। আমরা সেটাই করেছি।