শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত ১০১ বছর বয়সী জন গমেজ
চলে গেলেন জন গমেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। ৯ জানুয়ারি, সোমবার বেলা ১১টায় তেজগাঁও চার্চে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পরে তাকে তেজগাঁও চার্চের কবরস্থানে সমাধিস্থ করা হয়।
বাধর্ক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
জন গমেজ দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর একজন গর্বিত সদস্য ছিলেন। ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠার দুই বছর পরই তিনি এর সদস্যপদ গ্রহণ করেছিলেন। বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়ে ঢাকা ক্রেডিটকে সহযোগিতা করেছেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে স্মৃতিচারণা করে ফাদার প্রশান্ত টি. রিবেরু বলেন, “ তার সাথে খুব কাছ থেকে মেশার সুযোগ হয়েছিল। অত্যন্ত সজ্জন ও প্রার্থনাশীল মানুষ ছিলেন, ঈশ্বরের প্রতি তার যে শ্রদ্ধা দেখেছি তা অবাক করে। ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেছিলেন বলেই এতবছর বেঁচে থাকা সম্ভব হয়েছে। আবার ঈশ্বরের ডাকেই তিনি অনন্তধামে চলে গেলেন। সন্তানদের কাছে, সবার কাছে যে আদর্শ রেখে গেলেন তা অতুলনীয়।”
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর নেতৃবৃন্দ ছাড়াও তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীরা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন।
এসএন/আরপি/আরবি/ ০৯ জানুয়ারি, ২০১৭