ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

0
295

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের আজকের এই দিনে (১০ জানুয়ারি) তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সেদিন বিমান বন্দরে কোটি কোটি বাঙালির সমাগম হয়েছিল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধ্যার্ঘ নিবেদন করেন। সকাল সাড়ে ৬টায় সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

02দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটি নানা কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। সমগ্র বাঙালি জাতি যখন মৃত্যুভয় উপেক্ষা করে মাতৃভূমির জন্য লড়াই করছে তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে প্রহর গুনছিলেন।

03১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। প্রিয় নেতাকে ফিরে পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’,  ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ-বাতাস।

এসএন/আরপি/আরবি/ ১০ জানুয়ারি, ২০১৭