শিরোনাম :
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে খ্রীষ্টান এসোসিয়েশনের শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন
সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ-এর সভাপতি মন্ডলীর সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই. কোড়াইয়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা করেছেন এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তিনি সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের কাজীপুরের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।
মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।
২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।- প্রেস বিজ্ঞপ্তি