ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ইয়াহু যুগের পরিসমাপ্তি, নাম বদলে আলতাবা

ইয়াহু যুগের পরিসমাপ্তি, নাম বদলে আলতাবা

0
414

ইয়াহু নাম বদলে হয়ে যাচ্ছে আলতাবা।

ইয়াহুতে অনেকেরই ই-মেইল আইডি রয়েছে। অনেককেই বলতে শুনি ইয়াহু মেইলে নানা জটিলতা দেখা দেয়। তাদের জন্যে সুখবর। ইয়াহুকে ঢেলে সাজানোর জন্য এর মালিকানায় পরিবর্তন আসছে। নামও বদলে যাচ্ছে। ইয়াহু হয়ে যাচ্ছে আলতাবা। ইয়াহু পরিচালনা বোর্ড মূল ইন্টারনেট ব্যবসা, ইমেইল ও মিডিয়া সম্পদগুলো ৪৮৩ কোটি মার্কিন ডলারে ভেরিজনের কাছে বিক্রি করে দিচ্ছে।

গত বছরে দুবার ইয়াহুর বিশাল তথ্যভান্ডার হ্যাক হওয়ায় তথ্য ফাঁস হয়। ভেরিজন কর্তৃপক্ষ বলছে, এই হ্যাকিংয়ের ঘটনা তারা তদন্ত করবে।

ভেরিজন কমিউনিকেশন ইয়াহুকে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত হওয়ার পর এই পরিবর্তনগুলো আসবে। ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকে সরে দাঁড়াচ্ছেন।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইয়াহুর আরও পাঁচ পরিচালক বোর্ড থেকে সরে দাঁড়াবেন। গতকাল সোমবার ইয়াহু এ তথ্য প্রকাশ করে। অন্যান্য পরিচালকেরা আলতাবার সঙ্গে থেকে যাবেন। নতুন কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন এরিক ব্র্যান্ট।

এসএন/আরবি/আরপি/ ১০ জানুয়ারি, ২০১৭