শিরোনাম :
চালু হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড
দেশের অষ্টম ও নবগঠিত ময়মনসিংহ বিভাগে দেশের ১১তম শিক্ষা বোর্ড -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ‘ময়মনসিংহ শিক্ষা বোর্ড আইন-২০১৬’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। চলতি মাসে অনুমোদনের জন্য খসড়াটি মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে প্রস্তাবিত আইনটি পাসের জন্য সংসদে পাঠানো হবে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, আইন পাস হওয়ার পর যতক্ষণ নিজস্ব ভবন না হচ্ছে আপাতত ময়মনসিংহ শহরে ভাড়া করা ভবনে বোর্ডের কার্যক্রম চলতে থাকবে। তিনি এও বলেন, এপ্রিল মাসে অনুষ্ঠেয় ২০১৭ সালের এইচএসসি পরীক্ষা এ বোর্ডের অধীনে নেওয়ার চেষ্টা করবেন তারা। এ বোর্ডের অধীনে থাকছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা।
গত বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ করার পর শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ওঠে। দাবির প্রেক্ষিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যতম সদস্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকা বোর্ডের সীমানা বৃহত্তর হওয়ায় অনেককে দূর-দূরান্ত থেকে আসতে হচ্ছে। ময়মনসিংহে শিক্ষা বোর্ড হলে সে অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি কমে যাবে। সহজেই তারা বোর্ড সুবিধা পাবে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বলেন, বিভাগীয় সদর দপ্তরের জন্য প্রায় সাড়ে ৪ হাজার একর জমি অধিগ্রহণ করবে সরকার। এই প্রক্রিয়ায় ২০১৭ সালের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের কার্যক্রম শুরু হবে।
এসএন/আরবি/আরপি/ ১১ জানুয়ারি, ২০১৭