শিরোনাম :
|| রবীন ভাবুক ||
আজ আন্তর্জাতিক সমবায় দিবস। ১৯৯৫ সালে জাতিসংঘ সমবায় দিবসের স্বীকৃতি দেয়। প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার এই দিবসটি পালন করা হয়। আজ জুলাই মাসে প্রথম শনিবার। বিশ্বের সাথে সম্মতি দিয়ে বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হতো। করোনা মহামারীর কারণে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে না। কিন্তু বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান এই দিবসের যথাযোগ্য মর্যাদা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা পুনর্গঠনের জন্য শক্তিশালী খাত হিসেবে সমবায়কে গুরুত্ব দিয়ে সংবিধানে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে উল্লেখ করেছেন। যে কারণে বর্তমানে সারাদেশে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৯ শত ৩০টি। বিভিন্ন ক্যাটাগরির সমবায়ে সদস্য সংখ্যা রয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ১শত জন। অর্থনৈতিক প্রবৃদ্ধির ২ শতাংশ আসছে সমবায় সেক্টর থেকে (তথ্য: সমবায় অধিদপ্তর) কিন্তু সমবায় সমিতির বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পের মাধ্যমে সৃষ্ট উপকরণ ও সুবিধার সুফল লাভ করছে সারা দেশের মানুষ।
ঢাকা ক্রেডিট বাংলাদেশে সবচেয়ে বৃহত ও প্রাচীনতম সমবায় প্রতিষ্ঠান। আমেরিকান এক ধর্মযাজক ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি ১৯৫৫ সালের ৩ জুলাই মাত্র ৫০ জন সদস্য ও ২৫ টাকার মূলধন নিয়ে প্রথম সমবায় সমিতির যাত্রা শুরু করেন।মূলত সেখান থেকেই শিক্ষা ও সুফল লাভ করে বাংলাদেশে সমবায় সমিতির বিস্তার শুরু হয়। ৬৫ বছর পর সমবায় ঢাকা ক্রেডিটের সাফল্য ইর্ষণীয়ই। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪৩ হাজার, সম্পদ-পরিসম্পদ প্রায় ৮ শ কোটি টাকা এবং কর্মীই রয়েছে প্রায় সাড়ে ৫ শ।