ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় মারা গেছেন নটরডেম কলেজের প্রাক্তন প্রভাষক এরিক ফ্রান্সিস

করোনায় মারা গেছেন নটরডেম কলেজের প্রাক্তন প্রভাষক এরিক ফ্রান্সিস

0
328

বিশিষ্ট সমাজসেবক, ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন  প্রভাষক, এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ইছামতির সংগঠনের প্রেসিডেন্ট এরিক ফ্রান্সিস  করোনা  ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে।  ৩, জুলাই, শুক্রবার বেলা ১টায় মেরিল্যান্ডের হলি ক্রস হাসপাতলে প্রায় দুই মাস মহামারী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে মারা যান।

মি: বিদ্যুৎ মজুমদার পারিবারিক সূত্র থেকে জানান, এরিক ফ্রান্সিস, মার্চ ৪, ১৯৫৪ সনে গোল্লা ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ছোট গোল্লার চার্লস ও প্রিসিলা ফ্রান্সিসের পুত্র। এরিক ফ্রান্সিস স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মি: মজুমদার আরো জানান, এরিক ফ্রান্সিস নটরডেম কলেজে চেস ক্লাব  প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।  পরবর্তীতে এরিক ফ্রান্সিস ১৯৯৯ সনে জার্মানি থেকে আমেরিকা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।  তাঁর একটি স্বপ্ন ছিল এ প্রবাস ভূমে নতুন প্রজন্মকে নিয়ে খেলাধুলা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সংঘটিত সমাজ গড়ে তোলা  এবং আঞ্চলিকতার ভেদাভেদ ভুলে বাংলাদেশ থেকে আসা খ্রিষ্টান ভাই-বোনদের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তোলা। আর জাতীয় ইস্যুতে এক হয়ে কাজ করা। (সুত্র: বিডি খ্রিস্টান নিউজ)