শিরোনাম :
জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই
বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ‘ঢাকা ক্রেডিটে’র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা লাভ করেন এন্ড্রু কিশোর। উল্লেখ্য, ওই দিনই ছিল ঢাকা ক্রেডিটের ৬০তম এবং এন্ড্রু কিশোরেরও ৬০তম জন্মদিন!
ডিসিনিউজ ।। ঢাকা
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। আজ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শিল্পীর বোনের নিজস্ব ক্লিনিকে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।
দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করা এই শিল্পীর গতকাল রাতে শারিরীক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন তাঁর স্ত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
বাংলা গানের এই কণ্ঠশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী অনেক গান তাঁর কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ—সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। ১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে।
১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর। এরপর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
এ দেশের গানের কিংবদন্তি পুরুষ এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গন তথা দেশের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।
এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত ইগ্নাসিওস কোড়াইয়া। তাঁরা এক বার্তায় বলেন, ‘এন্ড্রু কিশোর দেশের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
তাঁরা আরো বলেন, তিনি বেঁচে থাকলে দেশের মানুষ হয়তো আরো ভালো ভালো গান উপহার পেতন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শেকবার্তায় শেখ হাসিনা বলেছেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।