শিরোনাম :
এন্ডু কিশোরের মৃত্যুতে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর শোক
ডিসিনিউজ || ঢাকা:
এন্ডু কিশোরের মৃত্যুতে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর ফেসবুকে লিখেন, ‘কিংবদন্তী আমাদের প্রিয় শিল্পী এণ্ডু কিশোর আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে গোটা জাতি শোকাহত আর খ্রিষ্টান সম্প্রদায় গভীরভাবে মর্মাহত। তবে তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন মাটির মানুষের কণ্ঠশিল্পে ও বাংলার সংগীতজগতে। তাঁর অনন্ত শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রিয়জনদের জানাই খ্রিষ্টান সমাজের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা।”
প্রসঙ্গত, গতকাল মারা যান এন্ডু কিশোর। তিনি বেশ কয়েক মাস ধরে ক্যান্সারে ভোগছিলেন।