শিরোনাম :
এন্ড্রু কিশোরের মৃত্যুতে খ্রীষ্টান এসোসিয়েশনের শোক প্রকাশ
বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘ ১০ মাস মারণব্যাধী ক্যান্সারের সাথে যুদ্ধ করে রাজশাহীর মহিষবাথানে বোনের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন গতকাল সন্ধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া তাঁর মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেছেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সংগীতশিল্পীকে হারাল। নেতৃবৃন্দ তাঁদের বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার কল্যাণ ও মঙ্গল কামনা করেছেন।
-প্রেস বিজ্ঞপ্তি