শিরোনাম :
ঢাকা ক্রেডিট কমিটির চেয়ারম্যান হলেন সুকুমার লিনুস ক্রুশ
|| ডিসিনিউজ || ঢাকা ||
ঢাকা ক্রেডিটের চলমান ক্রেডিট কমিটির প্রাক্তন চেয়ারম্যান মানিক লরেন্স রোজারিওর স্থলাভিষিক্ত হলেন সুকুমার লিনুস ক্রুশ।
১১ জুলাই শনিবার ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির অষ্টম যৌথসভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
বিশেষ কারণে ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান মানিক লরেন্স রোজারিও সম্প্রতি পদত্যাগ করলে সুকুমার লিনুসকে এই পদে গ্রহণ করে নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৪টায় ডানিয়েল কোড়াইয়া হলরুমে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইতিপূর্বে লিনুস তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির সভাপতি, সহ-সভাপতি এবং তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টরসহ বিভিন্ন পদে কাজ করেছেন।
বরণের পর সুকুমার লিনুস তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন যেন তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যেতে পারেন।
সমবায়ে নেতৃত্বদানে তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়ার ধর্মপল্লীর কৃতী সন্তান।