ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট আর্চবিশপ মজেস এম কস্তার শারীরিক অবস্থার অবনতি

আর্চবিশপ মজেস এম কস্তার শারীরিক অবস্থার অবনতি

0
1320

ডিসিনিউজ ।। ঢাকা
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চবিশপ মজেস এম কস্তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।

তিনি লাইফ সাপের্টে আছেন। কয়েকদিন আগে দ্বিতীয় দফায় তাঁর সুস্থতার জন্য প্রার্থনা আহ্বান করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের পক্ষ থেকে।

এ দিকে সকাল থেকে ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে লিখছেন আর্চবিশপ মজেন কস্তা মারা গেছেন। তবে এখনো পর্যন্ত কাথলিক বিশপ সম্মিলনী বা চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

দায়িত্বশীলরা বলছেন, ফেসবুকে না জেনে এরকম গুরুত্বপূর্ণ কারো মৃত্যুর সংবাদ না দেওয়ার জন্য।