শিরোনাম :
করোনায় ফেসবুক গ্রুপের মাধ্যমে অসহায়দের পাশে নাগরীর যুবকরা
ডিসিনিউজ || গাজীপুর ||
করোনা মহামারিতে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে নাগরী ধর্মপল্লীর ধনুন গ্রামের যুবকরা। ‘ধনুন আমাদের গৌরব’ নামের এই পেইজ থেকে এই পর্যন্ত ১০৩ জনকে করোনা মহামারিতে সাহায্য করেছেন উদ্যোগী যুবকরা।
২৪ মে ইতালী প্রবাসী বিলাস রোজারিও, কানাডা প্রবাসী রিচার্ড বাবু ডি কস্তা ও নাগরীর ধনুন গ্রামের তুষার রোজারিওর সম্মলিত পরিকল্পনা অনুযায়ী এই গ্রুপটি খোলেন। সঞ্জীব রোজারিও ও জুয়েল গমেজসহ পাঁচজন এডমিনের হিসেবে গ্রুপে আছেন। পরবর্তীতে গ্রুপে ধনুন গ্রামের প্রায় সকল যুবক-যুবতি ও ফেসবুক ব্যবহারকারীরা যোগ দেন। পলপরি রোজারিও আমেরিকা হতে গ্রুপের সাথে আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
গ্রুপের একজন এডমিন তুষার রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘আমাদের এডমিনদেন উদ্দ্যেগে এবং আর্থিক ব্যাবস্থাপনায় ধর্মপল্লীর গ্রাম প্যারিস কাউন্সিলের মধ্য দিয়ে গ্রামে ৪১টি পরিবারকে ৭টি আইটেমের প্রায় ১৮ কেজির মতন করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ উপহার পৌছে দিয়েছি এবং ২টি পরিবারকে চিকিৎসা খরচ প্রদান করেছি।’
তিনি আরো বলেন, নাগরী মিশনের আরো ৬০টি পরিবারকে আমাদের এডমিনের সার্বিক সহযোগিতায় আমেরিকা প্রবাসীর অনুদানের ভিত্তিতে খাদ্য উপহার প্যাকেজ প্রদানে কাজ করেছি। আমরা জব ব্যাংকিং তৈরিতে কাজ করছি। এরই মধ্যে তিন জন ব্যক্তিকে চাকরি প্রদান করেছি। দেশ বরণ্য কিংবদন্তি প্লেব্যাক সম্রাট খ্রিষ্টান শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে নাগরীবাসির পক্ষ হতে ‘ধনুন আমাদের গৌরব’ পরিবার দেশের বিভিন্ন জায়গায় ব্যানারের মাধ্যমে শোক প্রকাশ করেছে। যুবক ভাই বোনদের কাজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করে আসছে এই গ্রুপ। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠন মূলক কাজ করার, মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের উজ¦ল ভবিষ্যতের জন্য আর্থিক অনুদান দেওয়া ও নাগরী মিশন ভিত্তিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গা হতে ও বিদেশ হতে তাদের সাথে অনেক শুভাকাঙ্খীর যোগ হয়েছেন।