ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র সংক্ষিপ্ত জীবনী

শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র সংক্ষিপ্ত জীবনী

0
2006

|| রবীন ভাবুক ||

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি। তিনি ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরে এই মহতী মানুষটির মৃত্যুতে শোকে স্তব্ধ।

১৩ জুলাই, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে অনন্ত যাত্রা করেন।

আর্চবিশপ মজেস ১৩ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে কোভিড-১৯ উপসর্গ নিয়ে ভর্তি হন। ১৪ জুন করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে থাকেন। পরবর্তীতে পুনরায় করোনা পরীক্ষায় তাঁর নেগেটিভ রিপোর্ট আসে।

৭ জুলাই তিনি স্ট্রোক করে পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং স্কয়ার হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যায়) রাখা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফসাপোর্টয়ে রাখা হয়। ১৩ জুলাই ডাক্তাদের সকল চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে ঈশ্বরের কোলে আর্চবিশপ মজেস আশ্রয় নেন।

১৭ নভেম্বর ১৯৫০ সালে কালীগঞ্জের তুমিলিয়া ধর্মপল্লীতে পিতা পৌল হিরণ কস্তা ও মাতা মার্কেনা গমেজের কোলজুড়ে আর্চবিশপ মজেস মন্টু কস্তা সিএসসি জন্মগ্রহণ করেন। দশ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তুমিলিয়া প্রাথমিক বিদ্যালয়েই তাঁর শিক্ষাজীবন শুরু। এরপর ১৯৬৩ সালের এপ্রিলে তিনি বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারীতে প্রবেশ করেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে বান্দুরা হলিক্রশ হাই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। একই বছরে তিনি রমনায় সেন্ট যোসেফ সেমিনারীতে চলে আসেন। ১৯৭১ সালে নটর ডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। সেখান থেকে তিনি হলিক্রস সম্প্রদায়ের ম্যাথিস হাউজে চলে আসেন। সেখানে থেকেই ১৯৭৩ খ্রিষ্টাব্দে নটর ডেম কলেজ থেকে বিএ পাস করেন।

১৯৭৭-৭৮ খ্রিষ্টাব্দে বরিশালের সাগরদীতে পবিত্র ক্রুশ নব্যালয়ে যাজকীয় গঠনে নিজেকে প্রস্তুত করেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি হলিক্রশ সন্ন্যাস সংঘে প্রথম ব্রত এবং ১৯৮১ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি চিরব্রত গ্রহণ করেন। পরের দিন তিনি ডিকন পদে অভিষিক্ত হন। ১৯৮১ খ্রিষ্টাব্দের ৫ ফেব্রুয়ারি তৎকালীন আর্চবিশপ মাইকেল রোজারিও কর্তৃক যাজকীয় অভিষেক লাভ করেন। যাজকীয় অভিষেকের পরই তিনি খ্রিষ্টের দ্রাক্ষাক্ষেত্রে প্রথম দায়িত্ব নিয়ে শ্রীমঙ্গল ধর্মপল্লীতে সহকারী পাল-পুরোহিত হিসেবে কাজ শুরু করেন। সেখানে তিনি ১৯৮১-১৯৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৩-১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত জলছত্র ধর্মপল্লীতে কাজ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ইতালীর রোমে সাধু টমাস আকুইনাস বিশ্ববিদ্যালয় থেকে ঐশতত্ত্বে ডিগ্রি লাভ করেন। মনোবিজ্ঞানে গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬-১৯৮৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত পড়াশোনা শেষে আরও একটি ডিগ্রি অর্জন করেন।

দেশে ফিরে ১৯৯০-১৯৯২ খ্রিষ্টাব্দে পর্যন্ত নটর ডেম কলেজে পবিত্র ক্রুশ সেমিনারীর পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি পবিত্র আত্মার উচ্চ সেমিনারীতে ১৯৯০-১৯৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত মনোবিজ্ঞান ও পালকীয় ধর্মতত্ত্বে অধ্যাপনা করেন। ১৯৯২-১৯৯৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত পবিত্র আত্মার উচ্চ সেমিনারীর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৫-১৯৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত রামপুরাস্থ পবিত্র ক্রুশ সেমিনারীর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯২-১৯৯৬ খ্রিষ্টাব্দ তিনি পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের যাজক সমাজের কাউন্সিরের উপদেষ্টা ও সম্পাদকের দায়িত্বে ছিলেন।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ২০ জুলাই তাঁকে রোম থেকে দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ হিসেবে মনোনীত করা হয়। ১৯৯৬ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ আদ্রিয়ানো বার্নাদিনীর হাতে বিশপ পদে অভিষিক্ত হন তিনি।

২০১১ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল চট্টগ্রামের তৎকালীন বিশপ প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি’র স্থলাভিষিক্ত হন। ২০১৭ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি পুণ্যপিতা পোপ ফ্রান্সিস চট্টগ্রাম ডায়োসিস থেকে আর্চডায়োসিস এবং বিশপ মজেসকে আর্চবিশপ হিসেবে ঘোষণা করেন। ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্টোপলিটান আর্চডায়োসিসে আর্চবিশপ মজেস এম. কস্তা পালিউম গ্রহণ করেন।

আর্চবিশপ মজেসের স্মরণে তেজগাঁও ধর্মপল্লীতে দুপুর সাড়ে ১২টায় প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। বিকেল ৩টায় নিজ জন্মভূমি তুমিলিয়ার বাপ্তিস্মদাতা সাধু যোহনের গির্জায় দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। তাঁর শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বিকাল ৩টায় চট্টগ্রাম কাথিড্রাল চার্চে। খ্রিষ্টযাগ উৎসর্গ করবেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। সেখানেই বিশপ হাউজ কবরাস্থানে খ্রিষ্টের দ্রাক্ষাক্ষেত্রে ব্রতী এই শ্রব্দেয় মহান মানুষটিকে সমাধিস্থ করা হবে।