ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আর্চবিশপ মজেস ছিলেন কষ্টভোগী সেবক : কার্ডিনাল (ভিডিও)

আর্চবিশপ মজেস ছিলেন কষ্টভোগী সেবক : কার্ডিনাল (ভিডিও)

0
448

ডিসিনিউজ || ঢাকা
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম. কস্তার অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বলেছেন, ‘আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ছিলেন কষ্টভোগী সেবক। কাথলিক বিশপ সম্মিলনীর পক্ষে তাঁকে ধন্যবাদ জানাই। আমরা প্রকাশ করি আমাদের মাঝে তাঁর অনুপস্থিতির বেদনা।’
আজ (১৪ জুলাই) বিকাল ৩টায় চট্টগ্রাম কাথিড্রালে শত শত খ্রিষ্টভক্ত প্রয়াত আর্চবিশপ মজেসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। কার্ডিনাল প্যাট্রিক আরো বলেন, ‘আর্চবিশপ মজেস যখন অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, তখন আমিও সেখানে ভর্তি ছিলাম। তাঁর সাথে অসুস্থতায় একাত্মতা প্রকাশ করেছি। পিতা ঈশ্বর আমার সহযাত্রী আর্চবিশপকে নিয়ে গেলেন তাঁর নিজের কাছে।’
কার্ডিনাল মহোদয় উপদেশে আরো বলেছেন, আর্চবিশপ মজেস কস্তা ধর্মপাল হিসেবে পবিত্রকরণের কাজ করেছেন। তিনি ছিলেন একজন প্রবক্তা। তাঁর মধ্যে ছিল রাজকীয় দায়িত্ব। তিনি খ্রিষ্টভক্তদের খ্রিষ্টের মতো মিশনারি হওয়ার আহ্বান জানিয়েছেন। গোটা চট্টগ্রাম ধর্মপ্রদেশ তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। সমাধিস্থ করার মাধ্যমে ভালবাসার সেবককে চিরবিদায় জানালেন সকল চট্টগ্রামবাসী খ্রিষ্টভক্ত।