ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আজ লেখক গড়ার কারিগর ফাদার জ্যোতি এ গমেজের দ্বিতীয় মৃত্যুবাষির্কী

আজ লেখক গড়ার কারিগর ফাদার জ্যোতি এ গমেজের দ্বিতীয় মৃত্যুবাষির্কী

0
968

রবীন ভাবুক ।। ঢাকা

বাংলাদেশে সত্তর ও আশির দশকে খ্রিষ্টান সমাজের লেখক গড়ার কারিগর ছিলেন ফাদার জ্যোতি এ. গমেজ। তিনি সৃষ্টি করেছিলেন অসংখ্য শিল্পী ও মিডিয়া কর্মী। আজ ১৬ জুলাই এই মহান মানুষটির দ্বিতীয় মৃত্যুবাষির্কী

জন্ম : ২১ জানুয়ারি ১৯৪২ খ্রিষ্টাব্দ

মৃত্যু : ১৬ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ

মূলত খ্রিষ্টান কমিউনিকেশন সেন্টারের অন্তর্ভুক্ত বাণীদিপ্তী ও সাপ্তাহিক প্রতিবেশীর মাধ্যমেই তিন এই কাজগুলো সুনিপুনভাবে করতে পেরেছিলেন। তিনি সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৫ খ্রিষ্টাব্দে । দ্বিতীয় ভাতিকান মহাসভার নির্দেশনায় তাঁর উপর নির্ভর করেই বাংলাদেশে গঠিত হয় বাংলাদেশ সামাজিক যোগাযোগ কমিশন। ফাদার জ্যোতিই ছিলেন কমিশনের প্রথম সেক্রেটারি। তাঁর হাত ধরেই সৃষ্টি হয়েছিলো খ্রিষ্টান সমাজের অনেক লেখক, শিল্পী। তাঁর গড়া কবি, লেখক, শিল্পী ও কলাকুশলীরা এখনো স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবদান রেখে যাচ্ছেন।

তার একটি বড় সফলতা ছিল, তিনি বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর অনুমোদনক্রমে স্থাপন করেন বাণীদীপ্তি। ফাদার জ্যোতির প্রচেষ্টায়ই ভাতিকানে খ্রিষ্টীয় সঙ্গীত প্রতিযোগিতায় হেবল ডি’ক্রুজের কথা ও সুরে শেখর ই. গমেজের কন্ঠে ‘ওরে আমার পাগলা মন..’ গানটি স্বর্ণ পদক পেয়েছিল। রেডিও ভেরিতাস এশিয়ায় বাংলা অনুষ্ঠান সম্প্রচারেও তার অবদান অস্বীকার করা যাবে না।

তাঁর অসাধারণ প্রতিভা শুধু মিডিয়া জগতেই সীমাবদ্ধ ছিল না। যুব কার্যক্রমেও তাঁর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ বিশপ সম্মিলনী কর্তৃক গঠিত প্রথম ‘যুবসেবা দল’ (বর্তমানে যুব কমিশন)-এর প্রথম সমন্বয়কারী ছিলেন ফাদার জ্যোতি। সাথে ছিলেন প্রয়াত ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি, ফাদার টনী পিমে।

ফাদার জ্যোতি এ. গমেজের সময়ই সৃষ্টি হয়েছিল নিধন ডি’রোজারিও, জর্জ রোজারিও, হেবল ডি’ক্রুজ, ফ্রান্সিস গমেজ, বিমল গাঙ্গুলি, সুবল এল, রোজারিও, মিসেস হেলেন গমেজ, আলেকজান্ডার রোজারিও, মার্ক ডি’কস্তা, উইলিয়াম অতুল কুলেন্তুনু, বাণীদিপ্তির শিল্পী কমল রড্রিকস প্রমুখ। ‘প্রতিবেশী প্রকাশনী’ তাঁর সময়েই (১৯৭৫) পরিচিতি লাভ করে। পূর্বে এর নাম ছিল ‘খ্রীষ্টীয় সাহিত্য সংসদ।’

মানুষ সুর সৃষ্টি করে, কবিতা সৃষ্টি করে, গল্প সৃষ্টি করে। কিন্তু এই মহান মানুষটি এর শ্রষ্ঠাদেরই সৃষ্টি করলেন। ফাদার জ্যোতির বিদায়ের দ্বিতীয় বর্ষে সশ্রদ্ধ শ্রদ্ধা।