ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ১৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ভারতে পালক অপহরণ, পরে হত্যা

ভারতে পালক অপহরণ, পরে হত্যা

0
1026

ভারতের মহারাষ্ট্রে একজন প্রটেস্টান প্রালককে অপহরণের পর হত্যা করা হয়েছে। তাঁর নাম পালক মুন্সি দিও টেনডো। বয়স ৩০ বছর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গডছিরোল জেলার ভাটপার গ্রামে।
১০ জুলাই পালক মুন্সি খ্রিষ্টভক্তদের নিয়ে উপাসনা করছিলেন। উগ্রপন্থী নকশালের তিনজন নারী ও তিনজন পুরুষ সদস্য গির্জার মধ্যে প্রবেশ করে পালক মুন্সিকে টেনে বের করে। তারা একটি বনে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। পরদিন বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পালক মুন্সি নিজেও একজন নকশালের সদস্য ছিলেন। পরে তিনি মন পরিবর্তন করে খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়েছিলেন। রাগে নকশালের অন্য সদস্যরা তাঁকে হত্যা করে।
পালক মুন্সির তিনজন শিশু সন্তান ও স্ত্রী এখন শোকাগ্রস্ত ও আতঙ্কের মধ্যে আছেন। তাঁরা বলছেন, ধর্মবিশ্বাসের জন্যই পালক মুন্সিকে হত্যা করা হয়েছে।
ভারতের খ্রিষ্টানদের একটি সংস্থা প্রার্সিকিউশন রিলিফের তথ্য মতে, ভারতে গত ছয় মাসে খ্রিষ্টানদের ওপর নির্যাতনসম্পর্কিত ২৯৩ ঘটনা ঘটেছে। খ্রিষ্টানদের ওপর নির্যাতনের সংখ্যা ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সনে ছিল যথাক্রমে ৫২৭, ৪৪৭, ৪৪০ ও ৩৩০টি। অর্থাৎ ২০১৯ সনে দেশটিতে সবচেয়ে বেশি ৫২৭টি খ্রিষ্টান নির্যাতনের ঘটনা ঘটে । সংস্থাটির মতে, ২০১৬ সন থেকে এই পর্যন্ত ২ হাজার ৬৭ জন খ্রিষ্টান নির্যাতনের শিকার হয়। (ম্যাটারস ইন্ডিয়া)