শিরোনাম :
বিশেষ বিজ্ঞপ্তি
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা
রেভাঃ ফাদার চার্লস জে. ইয়াং ভবন, ১৭৩/১/এ পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
ফোন : ৫৮১৫২৬৪০, ৫৮১৫৩৩১৬, ৯১৩৯৯০১-০২,৯১২৩৭৬৪
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/ ২০১৭ মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের CMP মামলা নং ০৮/১৭ এর রায়ের নির্দেশনা মোতাবেক প্রতিনিধির মাধ্যমে অনুষ্ঠিত হবে। সে প্রেক্ষিতে প্রতিনিধি হতে আগ্রহী সদস্য/সদস্যাগণকে কমপক্ষে ৫০ জন সদস্যের দ্বারা মনোনীত হয়ে আগামী ১৪/০১/২০১৭ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে মনোনীত প্রমানক পত্র সমিতির প্রেসিডেন্ট/সেক্রেটারী বরাবর লিখিত আবেদন সহ সমিতির কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হল।
অনুরোধ ক্রমে
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারী
দিসিসিসিইউলিঃ, ঢাকা
আরপি/ আরবি/আরএস/এসএন/ ১৩ জানুয়ারি, ২০১৭/ সকাল ৮.০০মি