শিরোনাম :
এগিয়ে চলছে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ
করোনা মহামারিতেও থেমে নেই ঢাকা ক্রেডিটের ৩০০ শয্যাবিশিষ্ট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ।
স্বপ্নের প্রকল্প রূপ নিচ্ছে বাস্তবে। বর্তমানে ১০০ জনেরও অধিক নির্মাণশ্রমিক এই নির্মাণ কাজ করে চলেছেন। সাততলা-বিশিষ্ট এই বহূতল হাসপাতাল অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৫০টি আরসিসি প্রিকাস্ট পাইল ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। প্রতিটি পিলার ৫৫ ফুট লম্বা এবং ১৬ বাই ১৬ ইঞ্চি চাওড়া।
ইতিমধ্যে প্রায় ৫০০ আরসিসি প্রিকাস্ট পাইলের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২০২০ সালের আগস্টের মধ্যে সবগুলো পিলারের ঢালাই কাজ সম্পন্ন হবে। চলমান ২০২০ সালের মধ্যেই বেজমেন্টসহ একটি ছাদ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি: এর ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার মাহবুব মমতাজ কাসেম।
২০২২ সালের মধ্যেই হাসপাতাল নির্মাণ সম্পন্ন হবে, প্রতিভাত হবে বাংলাদেশে সমবায়ের উদ্যোগে সর্বকালে সর্ববৃহৎ প্রকল্প। উন্নত ও আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা পাবেন এ দেশের জাতি-ধর্ম-বর্ণ সবাই। পূর্বাচলের অতি সন্নিকটে মঠবাড়ীর কুচিলাবাড়ীতে ঐতিহ্যেগত খ্রিষ্টীয় সেবার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে সমবায়ের এই প্রতিষ্ঠান। গর্বিত হবে ঢাকা ক্রেডিটসহ দেশের খ্রিষ্টান সমাজ।