ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ইদ ধামাকা অফার, চলছে সমবায় বাজারে, আকর্ষণীয় অফার

ইদ ধামাকা অফার, চলছে সমবায় বাজারে, আকর্ষণীয় অফার

0
1009

ডিসিনিউজ ।। ঢাকা

ইদুল আযহা উপলক্ষে ঢাকা ক্রেডিটের সমবায় বাজারে চলছে বিশেষ অফার। রয়েছে বিশেষ মূল্যছাড়সহ ফ্রি অফার। প্যারাস্যুট ৩৮০ এম.এল বডি লোসনের সাথে ৮০ এম.এল বাটার স্ম্যুথ, প্যারাস্যুট ২০০ এম.এল হেয়ার ওয়েলের সাথে ৫০ এম.এল বেলি হেয়ার ওয়েল, ভেনিস টয়লেট ক্লিনারের সাথে রয়েছে একটি আকর্ষণীয় বাস্কেট, NESTLE CORN FLAKES KOKOKRUNCH DUO ৩৩০ গ্রামের সাথে একটি আকর্ষণীয় কন্টেইনার, ৫০০ গ্রাম NESTLE EVERYDAY MILK POWDER POLY PACK -এর সাথে ১০০ গ্রাম তাজা টি প্যাক, ৩৩০ গ্রাম SHEZAN CHOKO CRUNCH CHOCOLATEY DELICIOUS BREAKFAST -এর সাথে একটি আকর্ষণীয় বোল, ৩৪০ গ্রাম DOVE SHAMPOO HAIR FALL RESCUE NEW -এর সাথে একটি আকর্ষণীয় তাওয়াল ফ্রিসহ বিভিন্ন পণ্যের রয়েছে আকর্ষণীয় যত ডিসকাউন্ট অফার।

এ ছাড়াও সকল ধরনের পোশাকের জন্য ২৫ পার্সেন্ট, বিশ্বের নামকরা ফ্লোরমার কসমেটিকস্ আইটেমের ১৫ পার্সেন্ট ও গার্নিয়ারের সকল আইটেমের ১৫ পার্সেন্ট মূল্যছাড়া চলছে।

 আপনার পরিশ্রমের টাকায় সেরা বাজার করে আপনি নিশ্চিত থাকুন। এই করোনাকালীন সময়ে আপনি নিতে পারেন হোম ডেলিভারি। হটলাইন নম্বরে এবং সমবায় বাজার অ্যাপসের মাধ্যমে আপনার চাহিদামাফিক পণ্য অর্ডারের ২৪ ঘন্টার মধ্যে আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে কাঙ্খিত পণ্য।

মূল্যছাড়ে সেরা পণ্যটি কিনে আপনার প্রিয়জনকে চমকে দিন। এই করোনা মহামারিকালে যতটুকু সম্ভব ঘর থেকে কম বের হোন, লোকসমাগম এরিয়ে চলুন।

পণ্য অর্ডারের জন্য ফোন করুন: ০১৭০৯৯৯৩০৬১, ০১৭০৯৮১৫৪৬৩

ঢাকা ক্রেডিটের সদস্য বা যেকেউ এখন অনলাইনে ঢাকা ক্রেডিটের সমবায় বাজার থেকে কেনাকাটা করতে পারছেন। আজ (২২ জুলাই) থেকে গ্রাহকরা বিভিন্ন পণ্য যেমন চাউল, ডাল, আটা, তেল, কসমেটিকসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন।

ঢাকা ক্রেডিট পরিচালিত সমবায় বাজার থেকে অনলাইনে পণ্য কিনতে গ্রাহককে মোবাইলের প্লে স্টোর থেকে ঝধসড়নধু ইধুধৎ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই করোনা মহামারিতে বাজারে না গিয়ে সমবায় বাজার অ্যাপ থেকেই ঘরে বসে গ্রাহকরা কেনাকাটা করছেন। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ক্রেতা এই সময়ে অনলাইনে কেনাকাটা করছেন বলে জানিয়েছে সমবায় বাজারে কর্মরত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

ন্যায্য মূল্যে, সঠিক মানের নিশ্চয়তায় ‘ঢাকা ক্রেডিট সমবায় বাজার’।

মূল্যছাড়, ফ্রি অফারের তালিকা দেখুন: