শিরোনাম :
ইদ উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ইদ-উল-আযহা উপলক্ষে আগামী ১লা আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে ২ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র ও কালেকশন বুথ বন্ধ থাকবে। আগামী ৩ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার থেকে সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের কার্যক্রম সকাল ১০:০০ মি: থেকে বিকাল ৪:৩০ মি: পর্যন্ত (শনিবারসহ) চলবে।
সবাইকে ইদ-উল-আযহা এর শুভেচ্ছা জ্ঞাপন করছি।
করোনা (কোভিড-১৯) থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।