ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা শিল্প-সাহিত্য স্বপন রোজারিওর চারটি কবিতা

স্বপন রোজারিওর চারটি কবিতা

0
4395

মহামারি
করোনাভাইরাস, তুমি যে এক মহামারি,
বিশ্বের হাজারো প্রাণ, নিয়েছ তুমি কাড়ি।
তোমার আঘাতে, বিশ্ব যে আজ দিশেহারা,
তোমার কাজ কি শুধু মৃত্যু ইতিহাস গড়া?
স্বর্ণমন্দির আজ মৃতমন্দির, তোমার আঘাতে,
বিশ্ববাসী আজ হয়েছে এক, তোমারে রুখতে।
প্রলয়ংকরী করোনা, যাবে না কি তুমি আর?
বিশ্ববাসী কি হেরে যাবে, আঘাতে তোমার???
৪।৪।২০

পবিত্রতার জলে
ইচ্ছে করে খেলার ছলে, করেছি অনেক ভুল,
অকারণে বেঁধেছি ভাই, অনেক অনেক গোল।
নিজেকে নিয়ে ব্যস্ত মোরা, বিশ্ব জয়ের মত,
আমিত্বকে করেছি জাহির, যেভাবে পেরেছি যত।
টাকার পিছে ঘুরে ঘুরে, করেছি জীবন শেষ,
পাপাচারে নিমগ্ন হয়ে, কাটিয়েছি বেলা বেশ।
ভালো কাজে কখনো, বাড়াইনি মোদের হাত,
সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে, করিনি মোনাজাত।
বিশ্ববাসী আজ হয়েছি এক, করোনার ফলে,
পাপী যত, হয়েছি পরিশুদ্ধ, পবিত্রতার জলে।
৩।৪।২০

গৃহবন্দি
করোনায় গৃহবন্দি,
মনে নানা ফন্দি।
ঘরে বন্দি জীবন,
কাটাই সারাক্ষণ।
আলস্যে কাটে দিন,
বাজে কবিতার বীণ।
অস্তগামী রবি,
দেখে না কবি।
সময় জ্ঞান ভুলে,
দিন যাচ্ছে চলে।
করোনার লাশ যত,
গড়ে ইতিহাস তত।
গৃহবন্দির স্বার্থকতা,
যতনে মানবতা।
২.৪.২০

করোনা তুমি
করোনা তুমি ভয়ংকর
করবো তোমায় দেশান্তর।
করোনা তুমি ধ্বংস
করবো তোমায় নি:বংশ।
করোনা তুমি আঘাত
করবো তোমায় প্রতিঘাত।
করোনা তুমি সর্বনাশা
করবো তোমায় আশা ।
করোনা তুমি কষ্ট
করবো তোমায় বিনষ্ট।
করোনা তুমি ভুল
করবো তোমায় নির্মূল।
করোনা তুমি ভয়
করবো তোমায় জয়।
০১.৪.২০