শিরোনাম :
মুজিব বর্ষ উপলক্ষ্যে সাভারে বিরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ
আজ ৩রা আগস্ট, ২০২০ খ্রীষ্টাব্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাভার থানাধীন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর বিরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যেগে বৃক্ষ রোপণ করা হয়েছে। বিরুলিয়া ইউনিয়নের অন্তর্গত কমলাপুর গ্রামে অবস্থিত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাভার ওয়াইএমসিএ -এর সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি তপন টমাস রোজারিও, বিরুলিয়া শাখার সাধারণ সম্পাদক বাবুল রোজারিও, বিসিএ মোহাম্মদপুর থানা শাখার সাধারণ সম্পাদক পল্লব ডি’ রোজারিও, সাভার ইউনিয়ন শাখার জন গমেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।