শিরোনাম :
বাবু মার্কুজ পরিষদের বিপুল ভোটে জয় : ঢাকা ক্রেডিট নির্বাচন ২০১৭
টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ক্রেডিটের কার্যকরি পরিষদের নির্বাচন। প্রতিনিধির মাধ্যমে ভোট গ্রহণের মধ্য দিয়ে এই প্রথম ঢাকা ক্রেডিটের ইতিহাসে বাবু মার্কুজ গমেজ পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবারও আগামী ৩ বছরের জন্য কার্যকরি পরিষদের দায়ির্ত্বভার গ্রহণ করেন।
সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা নিজ নিজ নাম রেজিষ্ট্রেশন করে প্রতিনিধি পরিচয়পত্র প্রদর্শন পূর্বক ভোট প্রদান করে ঢাকা ক্রেডিটের কার্যকরি বোর্ড নির্বাচিত করেন।
দীর্ঘদিন ধরে প্রতিকুল অবস্থা অতিক্রম করে ১৫ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার সময় নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। বাবু মার্কুজ গমেজ বই প্রতীক নিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে গাব্রিয়েল রোজারিও ফুটবল প্রতীক নিয়ে এবং আব্রাহাম গোমেজ চেয়ার প্রতীক নিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে বাবু মার্কুজ গমেজ ১৭৬, গাব্রিয়েল রোজারিও ০৫ এবং আব্রাহাম গোমেজ ০১ ভোট পান। নির্বাচন কমিশন বেসরকারি ভাবে বাবু মার্কুজ গমেজকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
প্রার্থীতার দৌঁড়ে প্রেসিডেন্ট প্রার্থী গাব্রিয়েল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট গ্রেগরী শীতল পেরেরা, সেক্রেটারি দীপক পিরিছ এবং ট্রেজারার টুটুল পিটার রড্রিক্সকে হারিয়ে প্রেসিডেন্ট প্রার্থী বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল এল. গমেজ পরিষদ বিশাল ব্যবধানে জয় লাভ করেন।
বিজয়ী দলের ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যথাক্রমে ১৭৩, ১৭৮ এবং ১৭৩ ভোট পান। অপরদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভাই-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যথাক্রমে ০৬, ০৩ এবং ০৬ ভোট পান।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল খায়ের জানান, সকাল থেকেই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন ভোট গ্রহণ সমপন্ন করে। দুই একজনের উগ্রতাপূর্ণ আচরণ ছাড়া তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচন চলকালীন সময়ে কোনো প্রকার অভিযোগ আমাদের কাছে আসেনি। নির্বাচন শেষে ফলাফল প্রকাশের মাধ্যমে ঢাকা ক্রেডিটের নির্বাচন-২০১৭ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আরবি/আরপি/এসআর/এসএন/ ১৫ জানুয়ারি, ২০১৭