ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গারোদের শিক্ষার আলোর দিশারী প্রতিভা সাংমা আর নেই

গারোদের শিক্ষার আলোর দিশারী প্রতিভা সাংমা আর নেই

0
674

|| ডিসিনিউজ ||
টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে গারো আদিবাসীদের শিক্ষার আলোর দিশারী প্রতিভা সাংমা অসুস্থাবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।
৬ আগস্ট মধুপুরের ইদিলপুরের নিজ বাড়িতে তিনি মারা যান।
কারিতাস ডেভলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ও নকমান্দি কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান থিওফিল নকরেক ডিসিনিউজকে বলেন, মধুপুর এলাকায় গারোদের মধ্যে শিক্ষা বিস্তারে প্রতিভা সাংমার অবদান অসামান্য। তিনি ৬০ দশক থেকে শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। প্রত্যন্ত অঞ্চলে গারোদের মাঝে শিক্ষা বিস্তার করেছেন।
থিওফিল বলেন, ‘আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি ও তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর মৃত্যু আমাদের গারো সমাজের জন্য জন্য অপূরণীয় ক্ষতি।’
প্রতিভা সাংমা সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে গেছেন। এক সময় তিনি অনুভব করেছিলেন যে, মান্দিদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে না পারলে, তারা অশিক্ষা-কুসংস্কারেই ডুবে থাকবে। তাই তিনি শিক্ষকতার পেশাকে বেছে নিলেন এবং মান্দিদের বিভিন্ন গ্রামে শিক্ষা দান করেছেন।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে ডেইলি স্টার ও আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের উদ্যোগে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর হাত থেকে তিনিসহ সাত মহিয়সী নারী ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স- ২০১৮ সম্মাননা গ্রহণ করেন।