ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নবনির্বাচিত কার্যকরি পরিষদ-এর দায়িত্ব গ্রহণ

নবনির্বাচিত কার্যকরি পরিষদ-এর দায়িত্ব গ্রহণ

0
2202

দায়িত্ব নিলেন ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত কার্যকরি পরিষদের সদস্যরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে দায়িত্ব বুঝে নেন নবর্বাচিত কার্যকরি পরিষদের সদস্যরা।

১৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ঢাকা ক্রেডিটের নির্বাচিত ২২ জন সদস্য ঢাকা ক্রেডিটের ৪০ হাজার সদস্যের আমানতের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিগত কার্যকরি বোর্ডের সদস্যরা এবং নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

02এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ নবনির্বাচিত সদস্যরা, প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ভাইস-প্রেসিডেন্ট অনিল লিও কস্তা, ঢাকা ক্রেডিটের বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ বিশ্বাস, বিদায়ী সেক্রেটারি এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ বিদায়ী বোর্ড সদস্য এবং ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন অফিসারবৃন্দ।

এ সময় বিদায়ী সদস্যরা নবনির্বাচিত কার্যকরি পরিষদের সবাইকে শুভেচ্ছা জানান এবং তাদের কার্যক্রম সফল, সময়োপযোগী এবং জনকল্যানমুখী হবে বলে আশাবাদ প্রকাশ করেন।

নবনির্বাচিত সদস্যরা বিগত বোর্ডে সফল কার্যক্রমের প্রসংশা করেন এবং তাদের সহায়তা ঢাকা ক্রেডিটে অব্যহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিদায়ী বোর্ড নবনির্বাচিত সদস্যদের হাতে ক্রেডিটের দায়িত্ব অর্পন করেন।

এসএন/আরপি/আরএস/জানুয়ারি ১৭, ২০১৭