ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা প্রভাত ডি’কস্তা

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা প্রভাত ডি’কস্তা

0
659

ডিসিনিউজ ।। ঢাকা

চাটমোহরের বীর ‍মুক্তিযোদ্ধা প্রভাত ডি’কস্তা সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ঈশ্বরের কোলে আশ্রয় নিয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের এই বীর যোদ্ধা ১১ আগস্ট বেলা দেড়টায় নিজ বাসভবনে অসুস্থজনিত কারণে প্রাণত্যাগ করেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ আপামর জনগণ শোক প্রকাশ করেছে। তাঁর ছেলে মানিক যোসেফ কস্তা মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ব্যক্তিজীবনে বীর মুক্তিযোদ্ধা প্রভাত ডি’কস্তা ছিলেন হাস্যোজ্জ্বল’ ও মিশুক একজন মানুষ। খাঁটি দেশপ্রেমিক এই যোদ্ধা দেশমাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে পাকসেনার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন ।

তার সাদামাটা জীবন এবং মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য খ্রিষ্টান সমাজসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতো। তাঁর মৃত্যুতে সকলের মাঝেই শোক বিরাজ করছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিষ্টান সমাজসহ চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদ এবং দেশের সকল মুক্তিযোদ্ধারা।

সেই সাথে এই বীর যোদ্ধা আত্মার চিরশান্তি কামনা ও শোকাভূত পরিবারের মঙ্গল কামনা করা হয়েছে।