ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ধরেণ্ডা ধর্মপল্লীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ধরেণ্ডা ধর্মপল্লীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

0
663

নিজস্ব সংবাদদাতা || সাভার

সাভারের ধরেণ্ডা ধর্মপল্লীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৭ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় ধরেণ্ডা ধর্মপল্লীর কনফারেন্স হলে ধরেণ্ডা ধর্মপল্লীর চারটি গ্রামের যে সকল পরিবার করোনার কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং অনেক কষ্টে দিন যাপন করছেন তাঁদের মাঝে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এই সাহায্য এসেছে আমেরিকায় বসবাসরত ধরেণ্ডা ধর্মপল্লীর কিছু উদার ব্যক্তির কাছ থেকে। এর আগেও বেশ কয়েকবার দেশী-বিদেশী উদার ব্যক্তির সহায়তায় সাহায্য দেওয়া হয়। অন্যান্য সবার মত ধরেণ্ডা ধর্মপল্লীবাসীগণও করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতি মকোবেলা করে যাচ্ছেন। এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় পাল পুরোহিত ফাদার আলবাট রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েসনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া,, ধরেণ্ডা প্যারিশ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বিলাস বি গমেজ, সেক্রেটারি প্রতাপ আগস্টিন গমেজ, সহ সেক্রেটারী সিপু কস্তা, উপদেষ্টা প্রভাত ডি’ রোজারিও, সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টমাস রোজারিওসহ পালকীয় পরিষদের আরো অনেকে। উপস্থিতি গন্যমান্য ব্যক্তিবর্গ তাঁদের অভিমত ব্যক্ত করে বলেন, এইভাবে মানুষের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে আমরা সবাই যেন এগিয়ে আসি। তপন