ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ছবিতে ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প ও সেবা

ছবিতে ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প ও সেবা

0
1503

দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। এই প্রতিষ্ঠানটি ৮২ টি প্রডাক্ট ও সেবা  নিয়ে কাজ করছে। ঢাকা ক্রেডিটের প্রডাক্ট ও সেবা সদস্যদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। নিচে উল্লেখ করার মতো প্রকল্প ছবিসহ উল্লেখ করা হলো:

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল

ঢাকা ক্রেডিটের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হলো ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল। আধুনিক অবকাঠামো এবং উন্নতমানের চিকিৎসা সেবার অবারিত দ্বার নিয়ে শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনে এই প্রকল্পটি। রাজধানী ঢাকার অদূরে কালিগঞ্জের মঠবাড়ীতে ২৭ বিঘা জমিতে এই হাসপাতাল নির্মাণ কাজ চলছে। ৩০০ শয্যার এই হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ, নাসিং কলেজ এবং নার্সিং হোম নির্মাণের পরিকল্পনা চলছে। বিস্তারিত: ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল

  ঢাকা ক্রেডিট রিসোর্ট এ্যান্ড ট্রেনিং সেন্টার

ঢাকার অদূরে কালীগঞ্জের মঠবাড়ীতে সমিতির নিজস্ব সাড়ে সাত বিঘা জমিতে নির্মাণ করা হয়েছে ‘ঢাকা কেডিট রিসোর্ট এ্যান্ড ট্রেনিং সেন্টার’। মনোরম ও নিরাপদ পরিবেশে বিভিন্ন ট্রেনিং এবং অবকাশকালীন সময় কাটানোর জন্য ঢাকা ক্রেডিট রিসোর্ট এ্যান্ড ট্রেনিং সেন্টার একটি নির্ভরযোগ্য স্থান। আবাসিক সুবিধা, ট্রেনিং/কনফারেন্স হল, সার্বক্ষণিক বিদ্যুৎ, গ্যাস-পানি সরবারহ, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ও প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড, দ্রুত গতির ইন্টারনেট (ওয়াইফাই) সেবাসহ রয়েছে নানা ধরনের সু-ব্যবস্থা। বিস্তারিত: ঢাকা কেডিট রিসোর্ট এ্যান্ড ট্রেনিং সেন্টার

ঢাকা ক্রেডিট রিসোর্ট এ্যান্ড ট্রেনিং সেন্টার

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার

২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ঢাকা ক্রেডিট ‘ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার’ প্রতিষ্ঠা করেছে। সদস্যদের শিশুদের পাশাপাশি অন্যান্য সকল ধর্মের ১৮ মাস থেকে ৬ বছরের শিশুদের এখানে রেখে দিবাযত্নসহ অক্সফোর্ট পাঠ্যক্রমের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা ক্রেডিট সমিতি।  শিশুদের সুস্থ মানসিক বিকাশ, গান-বাজনা, নাচ, শরীর চর্চা, আর্টস ও ক্র্যাফ্টসসহ নানা বিষয়ে শিক্ষার পাশাপাশি নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার নিয়শ্চয়তা দিচ্ছে এই আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার। বিস্তারিত: ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার

সমবায় বাজার

সমবায় বাজার ঢাকা ক্রেডিট কর্তৃক পরিচালিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। রাসায়নিক বিষমুক্ত, নিত্য প্রয়োজনীয় মানসম্মত পণ্য, ন্যায্যমূল্য, সিসি ক্যামেরা ও শীতাতাপ নিয়ন্ত্রিত, গুণগতমানের নিশ্চয়তায় সমৃদ্ধ একটি নিরাপদ পরিবেশবান্ধব বাজার প্রতিষ্ঠান। ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় এবং সাভারে চলমান আউটলেট। করোনার মহামারিতে সমবায় বাজারের পণ্য হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। বিস্তারিত: সমবায় বাজার

করোনার মহামারিতে সমবায় বাজারের পণ্য হোম ডেলিভারি দেওয়া হচ্ছে

ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস

আর্থিক সহযোগিতার পাশাপাশি ঢাকা ক্রেডিট বাণিজ্যিক প্রতিষ্ঠান এমনকি বাসাবাড়ির নিরাপত্তার জন্য ‘ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস’ নামক একটি প্রকল্প চালু করেছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এপার্টমেন্টের নিরাপত্তা নিশ্চিত করছে। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে অসংখ্য বেকার যুবক ও মধ্যবয়সী ব্যক্তিকে কর্মসংস্থানের মাধ্যমে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান, কোম্পানি ও স্থাপনায় নিরাপত্তাকর্মী সরবরাহ করে যাচ্ছে। বিস্তারিত: সিকিউরিটি সার্ভিস

ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে অসংখ্য বেকার যুবক ও মধ্যবয়সী ব্যক্তিকে কর্মসংস্থানের মাধ্যমে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান, কোম্পানি ও স্থাপনায় নিরাপত্তাকর্মী সরবরাহ করে যাচ্ছে

কালচারাল একাডেমি

ঢাকা ক্রেডিট সদস্যদের আর্থিক চাহিদা মেটানোর পাশাপাশি সমাজের সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নে ২০০৮ সালে ‘কালচারাল একাডেমি’ প্রকল্প শুরু করেছে। বর্তমানে তেজগাঁও চার্চ সংলগ্ন স্কুলে এবং নদ্দা সেবাকেন্দ্রে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। একাডেমিতে নাচ, গান, তবলা, গিটার, অংকন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। বিস্তারিত: কালচারাল একাডেমি

বর্তমানে তেজগাঁও চার্চ সংলগ্ন স্কুলে এবং নদ্দা সেবাকেন্দ্রে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইংরেজি ও আইইএলটিএস শিক্ষা

ঢাকা ক্রেডিট সাধারণ সদস্যদের ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী করার লক্ষ্যে ইংরেজি শিক্ষা প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়াও আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে স্বল্পমূল্যে উন্নতমানের কোর্স শুরু করেছে। এ যাবৎ এই কোর্স সম্পন্ন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ১ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।  ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে নিয়মিত এই কোর্স অনুষ্ঠিত হয়।  বিস্তারিত: ইংরেজি ও আইইএলটিএস শিক্ষা

ঢাকা ক্রেডিট সাধারণ সদস্যদের ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী করার লক্ষ্যে ইংরেজি শিক্ষা প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

আর্থিক সেবার পাশাপাশি ঢাকা ক্রেডিট ইউনিয়ন শিশুদের শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছে। আদর্শ জাতি গঠনের প্রক্রিয়ায় অবদানের লক্ষ্যে সদস্য ও সাধারণ মানুষের সুবিধার্থে ঢাকার নদ্দায় সকল ধর্মে শিক্ষার্থীর জন্য ‘ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল’ পরিচালনা করে যাচ্ছে। ২০১০ সাল থেকে শুরু হওয়া এই স্কুলে নার্সারী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রমে রয়েছে প্রায় ৫০০ জন শিক্ষার্থী। বিস্তারিত: ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

ঢাকা ক্রেডিট স্বাস্থ্যনিরাপত্তা স্কীম

ঢাকা ক্রেডিট সদস্যদের অসুস্থকালীন সময়ে নিরাপত্তা প্রদান ও আর্থিক সুবিধার জন্য ঢাকা ‘ক্রেডিট স্বাস্থ্যনিরাপত্তা স্কীম’ পরিচালনা করছে। সঞ্চয়ের পাশাপাশি সদস্যরা মাসিক ৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত জমা দিয়ে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতাল বিলের সুবিধা পেতে পারেন সমিতি থেকে। এই পর্যন্ত স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে ৬৭৬ জনকে চিকিৎসার জন্য ২০২০ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৭ শত ৯৭ টাকা প্রদান করা হয়েছে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা একজন সদস্যকে স্বাস্থ্যসেবার চেক প্রদান করছেন।

ঢাকা ক্রেডিট এ্যাম্বুলেন্স সার্ভিস

সদস্যদের পরিবারের জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তর বা দেশের যেকোনো প্রান্তে মৃতদেহ নেওয়ার জন্য ঢাকা ক্রেডিট এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। বিস্তারিত: এ্যাম্বুলেন্স সার্ভিস

ঢাকা ক্রেডিট এ্যাম্বুলেন্স সার্ভিস

ঢাকা ক্রেডিট জিম

সমিতির সদস্যদের স্বাস্থ্য পরিচর্যার লক্ষ্যে ঢাকা ক্রেডিট একটি জিম পরিচালনা করে আসছে। ঢাকা ক্রেডিটের সদস্য বা তাদের সন্তানরা উক্ত জিমের সদস্য হতে পারবে। স্বল্পমূল্যে এখানে স্বাস্থ্যকর পরিবেশে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে ব্যায়াম বা শরীর সঞ্চালনা করা করা যায়। বিশেষভাবে যুবশ্রেণি এই সুবিধার উপকাভোগী। বিস্তারিত: জিম

ঢাকা ক্রেডিট জিম

ঢাকা ক্রেডিট ছাত্রী হোস্টেল

রাজধানী ঢাকা শহরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য গ্রাম থেকে আসা মেয়েদের আবাসন সমস্যা দূর করতে ঢাকার মনিপুরীপাড়া, সাধনপাড়া ও নদ্দায় তিনটি ছাত্রী হোস্টেল পরিচালনা করে আসছে। মেয়েদের নিরাপদ আবাস্থলের নিশ্চয়তা দিয়ে অভিভাবকদের ভাবনাহীন করার লক্ষ্যে এই হোস্টেল-কার্যক্রম চলছে। বিস্তারিত: ঢাকা ক্রেডিট ছাত্রী হোস্টেল

ঢাকা ক্রেডিট ছাত্রী হোস্টেল

ডিসি বিউিটি পার্লার

গুলশানের সন্নিকটে নদ্দায় অবস্থিত ঢাকা ক্রেডিটের সর্বাধুনিক প্রকল্প হচ্ছে ডিসি বিউিটি পার্লার। এখানে সাশ্রয়ী মূলে নারীদেও সৌন্দর্য চর্চার এক অনন্য প্রতিষ্ঠান। এখানে নারীদের থাকা-খাওয়াসহ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। বিস্তারিত: বিউিটি পার্লার

ডিসি বিউিটি পার্লার

বান্দুরা বহুমুখী প্রকল্প
ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বান্দুরায় অবস্থিত বান্দুরা বহুমুখী প্রকল্প। এখানে সমিতির নিজস্ব সেবাকেন্দ্রসহ রয়েছে এটিএম বুথ, গেস্ট হাউজ, কমিউনিটি হল, কনফারেন্স হল। সার্বক্ষণিক সুবিধার মধ্যে রয়েছে লিফট্, জেনারেটর, ওয়াইফাই এর সুবিধা, সিসি ক্যামেরা, নিজস্ব নিরাপত্তা কর্মী দ্বারা নিরাপত্তার ব্যবস্থা।