ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মাউছাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ উদ্বোধন (ভিডিয়ো)

মাউছাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ উদ্বোধন (ভিডিয়ো)

0
703

ডিসিনিউজ || ঢাকা

ঢাকার উত্তরখানের উজামপুরের মাউছাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।

২১ আগস্ট মাউছাইদ খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (মাউছাইদ ক্রেডিট) এর কার্যালয়ে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান ও  দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড (কাককো) এর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের, মাউছাইদ ক্রেডিটের চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও।

প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অনুষ্ঠানে বলেন, মাউসাইদে ঢাকা ক্রেডিটের সদস্যদের আর কষ্ট করে অন্য কোথাও গিয়ে লেনদেন করতে হবে না। এখন থেকে তাঁরা মাউসাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথে লেনদেন করতে পারবেন।  তিনি মাউছাইদ ক্রেডিটের চেয়ারম্যান ও তাঁর ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ দেন তাদের সমিতির কার্যালয়ে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথের জন্য জায়গা দেওয়ার জন্য।

পংকজ গিলবার্ট কস্তা আরো বলেন, ‘মাউসাইদবাসীর প্রতি পূর্বে আমাদের কথা দেওয়া ছিলো যে তাঁদের এখানে একটি কালেকশন বুথ হবে, আজ সেটা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আমাদের কথা রেখেছি। আশা করি ভবিষ্যতে এই এলাকা থেকে আরো বেশি মানুষ ঢাকা ক্রেডিটের সদস্য হবেন এবং এই সমিতির সুবিধা গ্রহণ করবেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাউছাইদ ক্রেডিটের ম্যানেজার সুমন ডি’কস্তা, ডিরেক্টর এপিলন পিউরীফিকেশন, ডিরেক্টর কাজল কস্তা, হারবাইদ খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট পবিত্র এফ কস্তা, মাউছাইদ ক্রেডিট ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা মন্টু রোজারিও, মাউছাইদ ক্রেডিট ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা চন্দন ডি’কস্তা, মাউছাইদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান ডানিয়েল ডি’কস্তা, মাউছাইদ ক্রেডিট, ঢাকা ক্রেডিট, হাউজিং সোসাইটির উপদেষ্টা কর্ণেল (অব) যোসেফ অনিল রোজারিও।

অনুষ্ঠানে উপস্থিত মাউসাইদবাসী বলেন, মাউসাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ উদ্বোধন খুবই সময় উপযোগী সিদ্ধান্ত। তাঁরা ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ দিয়েছেন, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বলেন, মাউছাইদবাসীর দাবি ছিলো যেন ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ প্রতিষ্ঠা করার। আজ সেই দাবি পূরণ হলো এতে তাঁরা খুব খুশি হয়েছেন।

শুরুতে প্রার্থনা করেন মাউছাইদ ক্রেডিট ইউনিয়নের ক্রেডিট কমিটির সদস্য সুপ্রিয়া কোড়াইয়া।

 শেষে ধন্যবাদ দেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ।