ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পথেই পথশিশুদের নিদ্রার স্থান

পথেই পথশিশুদের নিদ্রার স্থান

0
450

যেকোনো কারণেই হোক না কেন তারা ছিন্নমূল পথশিশু। এদের প্রত্যেকের বয়স আনুমানিক ১০ থেকে ১৫ বছর। এদের প্রতিদিনই দেখা যায় ফার্মগেট ওভারব্রিজে ও হলি ক্রস কলেজের পাশের ফুটপাতে সকাল ৯টা ১০টা পর্যন্ত শুইয়ে থাকতে। দৃশ্যটি প্রমাণ করে এদের জীবনধারা চলে রাস্তায় রাস্তায়। পরিবারে জন্ম আর রাস্তার বেড়ে ওঠা। এদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই নিদ্রা এদের চিরনিদ্রা নয়। কিন্তু ভেবে দেখা দরকার এরা এভাবে বড় হতে হতে একসময় পূর্ণ বয়স্ক হয়ে কী হবে!!! এদের দেখভালের দায়িত্ব কার?


আইফোনে ছবি তুলেছেন রাফয়েল পালমা, ডিসিনিউজবিডি.কম তারিখ: ২০ ও ২৪ আগস্ট, ২০২০।