ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মাউছাইদ কালেকশন বুথ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

মাউছাইদ কালেকশন বুথ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
275

এতদ্দ্বারা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ২১ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকায় মাউছাইদ কালেকশন বুথের শুভ উদ্বোধন হয়। আগামী ২৯ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত মাউছাইদ কালেকশন বুথের কার্যক্রম মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মাউছাইদ, উজামপুর, উত্তরখান, ঢাকা এই ঠিকানায় পরিচালিত হবে। এই কালেকশন বুথে নিম্নলিখিত সেবাসমূহ প্রদান করা হবে।

১.            সকল ধরনের কালেকশন গ্রহণ।

২.           ঋণের আবেদনপত্রসহ সকল ধরনের আবেদনপত্র বিক্রয় ও জমা গ্রহণ।

৩.           সঞ্চয়ী হিসাব থেকে উত্তোলন (কালেকশন হওয়া সাপেক্ষে সর্বোচ্চ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা)।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।