শিরোনাম :
সকল প্রকার সঞ্চয়ী আমানতের জমা প্রদান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, পূর্বে আমাদের সকল প্রকার সঞ্চয়ী আমানতের টাকা মাসের ১-১০ তারিখের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। সদস্যদের সুবিধার কথা চিন্তা করে বর্তমান পরিচালক মন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ হতে সকল প্রকার সঞ্চয়ী আমানতের জমা মাসের যেকোনো তারিখে জরিমানা ছাড়া জমা দেওয়া যাবে ।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।