শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় স্বামীসহ ঢাকা ক্রেডিটের কর্মী ফ্লোরেন্স তন্দ্রা নিহত
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের নারীকর্মী ও তাঁর স্বামী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কর্মীর নাম ফ্লোরেন্স তন্দ্রা কস্তা।
আজ (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সিএনসিতে ঢাকা থেকে আঠারগ্রামের তুইতাল ফেরার পথে এম মল্লিক পরিবহনের সাথে মুখোমুখি সংষর্ঘে ঘটনাস্থলে নিহত হন ঢাকা ক্রেডিটের কর্মী ফ্লোরেন্স তন্দ্রার স্বামী বিপুল গমেজ। মারাত্মক আহত ফ্লোরেন্স তন্দ্রা কস্তাকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান। তাঁরা আঠারগ্রামের তুইতাল ধর্মপল্লীর অধিবাসী।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুইতাল ধর্মপল্লীর পাল-পুরোহিত পংকজ রড্রিক্স। তিনি ডিসিনিউজকে জানান, আমরা শুনেছি ঢাকা থেকে তুইতাল ফেরার পথে মাঝিরকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই দুর্ঘটনায় ঢাকা ক্রেডিটের কর্মী ও কর্মকর্তাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও তাঁদের মৃত্যুতে শোক জানিয়েছেন।
জানা গেছে, সিএনজির চালকও মারা গেছেন।