শিরোনাম :
ধরেন্ডায় তিন হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
ডিসিনিউজ || সাভার
সাভারের ধরেন্ডার ক্যাথলিক খ্রিষ্টভক্তরা তিন হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। হোক তোমার প্রশংসা পোপীয় পত্রের পূর্তি উৎসব, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধরেন্ডায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ধরেন্ডা ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত ধরেন্ডা ধর্মপল্লী পাল-পুরোহিত আলবার্ট রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শামী আরা নিপা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সেক্রেটারি প্রতাপ আগষ্টিন গমেজ।
প্রধান অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার শামী আরা নিপা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচিকে আমি স্বাগত জানাই। আমি ব্যক্তিগতভাবে অনেক স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি দেখেছি, তবে সেগুলো মনে হয়েছে শুধু আনুষ্ঠানিকতা, তবে আজ মনে হচ্ছে ধরেন্ডা ক্যাথলিক চার্চ আন্তরিকতা নিয়েই বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তাই তাদের ধন্যবাদ দেই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধরেন্ডা সমিতির উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও, সাভার ওয়াইএমসিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট যোসেফ কস্তা, ধরেন্ডার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, কারিতাস বাংলাদেশের ঢাকার আঞ্চলিক পরিচালক জ্যোতি গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাভার ইউনিয়ন শাখার সহ-সম্পাদক শিপু পরিমল কস্তা, সাভার ওয়াইএমসিএ’র জেনারেল সেক্রেটারি রনেল ফ্রান্সিস কস্তা, ধরেন্ডা মিশন তরুণ সংঘের প্রেসিডেন্ট ক্লিন্টন আগষ্টিন কস্তা, অগ্রণী যুব সংঘের প্রেসিডেন্ট ম্যাক কস্তাসহ সাভারের খ্রিষ্টভক্তরা।
সাভার গির্জার প্রাঙ্গণে অতিথিগণ কয়েকটি ফলের বৃক্ষ রোপণ করেন। এরপর দেওগাঁওস্থ ধরেন্ডা সমিতির নিজস্ব জমিতে, দেওগাঁওস্থ সাভার ওয়াইএমসিএ’র অফিস প্রাঙ্গণে ও দেওগাঁওয়ে ভবিষ্যতে নির্মিতব্য চ্যাপেল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।