শিরোনাম :
করোনাকালে ঢাকা ক্রেডিটে ঋণের কিস্তির মেয়াদ বৃদ্ধির সুযোগ
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের অনেক সদস্যের করোনা মহামারিতে আয় কমেছে দৃশ্যমানভাবে। অনেকের চাকরি নেই। অনেকের স্বামীর চাকরি আছে, স্ত্রীর চাকরি নেই বা স্ত্রীর চাকরি আছে স্বামীর চাকরি নেই। অনেকের ব্যবসার অবস্থা খুবই মন্দা। এই অবস্থায় পারিবারিক ভরনপোষন করার পর অনেক সদস্যের নিয়মিত কিস্তি পরিশোধ করতে কষ্ট হচ্ছে।
ঢাকা ক্রেডিটের সচেতন সদস্যরা ঋণখেলাপি না হয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করতে প্রত্যাশী। করোনায় সকল সদস্য যেন নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারেন, তাই ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটি কিস্তির মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এতে আয় কমে যাওয়া সত্ত্বেও সদস্যরা অল্প টাকায় কিস্তি পরিশোধ করতে পারবেন এবং ঋণখেলাপিও হবেন না।
আপনি যদি ঢাকা ক্রেডিটের সদস্য হয়ে থাকেন এবং এখন যে পরিমাণ কিস্তি দিতে হয় তার চেয়ে কম কিস্তি দিতে চান, তাহলে আপনিও এই সুযোগ নিতে পারেন। মনে করুন আপনি এখন মাসে কিস্তি দিচ্ছেন ১০ হাজার টাকা। আপনি কিস্তির মেয়াদ ৩৬ মাস থেকে বাড়িয়ে কিস্তি দিতে চাচ্ছেন ৬০ কিস্তিতে, এতে আপনার মাসিক কিস্তি কমে হবে মাসে ৬ হাজার টাকা।
প্রসঙ্গত, যারা এখন নতুন ঋণ নিতে চান, তারাও ঋণের কিস্তির সংখ্যা বাড়িয়ে নিতে স্বল্প আয় দিয়ে বেশি পরিমাণ ঋণ নিতে পারবেন এবং মাস শেষে আপনার কিস্তির পরিমাণ কম আসবে।
(এখানে চার্ট ও নিয়মাবলী দেওয়া হয়েছে)।