ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট খ্রিষ্টান চিকিৎসকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

খ্রিষ্টান চিকিৎসকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
727

ডিসিনিউজ ॥ ঢাকা
খ্রিষ্টান চিকিৎসকদের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের হল রুমে।
৩০ অক্টোবর অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ক্যাথলিক ডক্টরস এসোসিয়েশনের মহাসচিব ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও। মত বিনিময় সভা বেশ কয়েকজন খ্রিষ্টান চিকিৎসক উপস্থিত ছিলেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা মত বিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘ঢাকা ক্রেডিটের স্বপ্নের প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল। এটির নির্মাণ কাজ চলমান। এই হাসপাতালের নির্মাণ কাজ ২০২২ সনে শেষ হবে। আমরা এই হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য খ্রিষ্টান চিকিৎসকদের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য তাঁদের ডেকেছি।’
খ্রিষ্টান চিকিৎসকগণ নির্মাণাধীন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল কীভাবে পরিচালনা করলে হাসপাতালটি গুণগত মানের সেবা দিয়ে মুনাফা অর্জন করবে সেই বিষয়ে মূল্যবান পরামর্শ ও মতামত দেন। তারা বলেন, হাসপাতালে ভালো চিকিৎসক নিয়োগ দিতে হবে, একই সাথে থাকতে হবে হাসপাতালের ভালো ব্যবস্থাপনা।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, খ্রিষ্টানদের একটি মেডিকেল কলেজ নির্মাণের স্বপ্ন ছিলো। সেই চিন্তা থেকে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আনন্দের সংবাদ ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল তৈরি হচ্ছে। হাসপাতাল নির্মাণ তৈরির জন্য ভালো চিকিৎসক, নার্স ও ভালো ব্যবস্থাপনা থাকলে হাসপাতালের কার্যক্রম সফল হবে।

ক্যাথলিক ডক্টরস এসোসিয়েশনের মহাসচিব ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও বলেন, “ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হাসপাতালের প্রথম শক্তি হলো ডাক্তার ও নার্স। যখন হাসপাতাল নির্মাণ করা হয়, তখন ভালো কিছু ডাক্তার ও নার্স প্রয়োজন হয়। তাদের সেবার ওপর নির্ভর করে হাসপাতালটি এগিয়ে যাবে। নির্ভর করবে লাভ-লোকসান।”

তিনি প্রস্তাব দেন হাসপাতালে যেন প্রার্থনালয় থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে চিকিৎসার সেবা প্রয়োজন, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালে যেন সেই চিকিৎসাগুলো থাকে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা মত বিনিময় সভার শেষে বলেন যে তারা চেষ্টা করবেন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালে ভালো ডাক্টার-নার্স নিয়োগ দেওয়ার। তাঁর মতে হাসপাতালে মানুষ ভালো চিকিৎসা পেলে হাসপাতাল অবশ্যই ভালো চলবে।
মত বিনিময় সভা সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস প্রার্থনার মাধ্যমে সভা শেষ করেন।