ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তিতুস তিতাস মৃ যাজক পদে উন্নীত

তিতুস তিতাস মৃ যাজক পদে উন্নীত

0
385

যাজক পদে উন্নীত হওয়ার পূর্ব মুহুর্তে বাবা-মা’র সাথে তিতুস তিতাস মৃ। ছবি:ফা: উৎপল রিছিল।

তিতুস তিতাস মৃ যাজক পদে উন্নীত হয়েছেন।

২০ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টায় জলছত্রের কর্পোস খ্রীষ্টি ধর্মপল্লীতে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি কর্তৃক তিনি যাজক পদে উন্নীত হন।

তিতুস তিতাস মৃ’র যাজক পদে উন্নীত হওয়ায় জলছত্র ধর্মপল্লী জুড়ে খুশির বন্যা বয়ে যায়, সর্বত্র উৎসবের আমেজ তৈরি হয়। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে সাধারণ খ্রিষ্টভক্তরা মূল যাজকাভিষেক মঞ্চে জড়ো হতে থাকেন।

priest ord 03যাজকাভিষেক অনুষ্ঠানের শোভাযাত্রা                              ছবি: ফা: উৎপল রিছিল

পরে অন্যান্য যাজক, সিস্টার, ব্রাদার ও খ্রিষ্টভক্তদের উপস্থিতিতে বিশপ পনেন তাঁকে যাজক পদে উন্নীত করেন।

তিতুস তিতাস মৃ’র বাড়ি টাঙ্গাইলের মধুপুরের ইদিলপুর গ্রামে। চিত্তরঞ্জন চাম্বুগং ও মার্গারেট মৃ’র দ্বিতীয় সন্তান তিতুস সন্যাস জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঈশ্বরের অশেষ কৃপা ও মানুষের ভালবাসায় ধর্মপ্রদেশীয় যাজক হিসেবে এ পদে উন্নীত হলেন।

স্থানীয় অধিবাসী ছাড়াও দেশের নানা প্রান্তের তিতুস শুভাকাঙ্খীরা তাঁর যাজক পদে উন্নীত হওয়ার অনুষ্ঠানে যোগ দেন।

এসএন/আরবি/আরপি/ ২১ জানুয়ারি, ২০১৭