শিরোনাম :
কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিকল্পনা সভা: একসঙ্গে পথচলা আনন্দময় ও সুখময় হবে
প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
‘আশা করি আগামী তিন বছর আমাদের একসঙ্গে পথচলা আনন্দময় ও সুখময় হবে’ বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ ।
ঢাকা ক্রেডিটের নতুন পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানটির সকল কর্মীদের নিয়ে এক বছরের কর্মপরিকল্পনা সভার আয়োজন করে।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে ২১ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সাথে বোর্ডের এটাই প্রথম সভা। সভায় প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের একটি সুস্পষ্ট রূপরেখা ও নির্দেশনা প্রদান করা হয়।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ৩৩ দফা নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে নতুন বোর্ড দৃঢ় অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠানটিকে ঘিরে মানুষের যে আশা ও স্বপ্নের জায়গা তৈরি হয়েছে আগামী ২০২০ সালের মধ্যে আমরা তার শতভাগ বাস্তবায়ন করতে চাই এবং তা বাস্তবায়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রেসিডেন্ট প্রতিষ্ঠানটিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমালোচনার উর্ধ্বে উঠে সবাইকে নিরপেক্ষভাবে একযোগে কাজ করে যাওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে, আমাদের কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তগুলো সঠিক ছিল।’
প্রেসিডেন্ট গমেজ আরো বলেন, ‘আশা করি আগামী তিন বছর আমাদের একসঙ্গে পথচলা আনন্দময় ও সুখময় হবে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে সাধারণ সদস্যদের মধ্যে যে ভুলবোঝাবুঝির সৃষ্টি করা হয়েছিল কাজের মাধ্যমে তার ব্যাখ্যা দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রয়েছে। ২০১৭ সাল হবে আমাদের জন্যে অনেক বড় চ্যালেঞ্জের।’
কর্মীদের একাংশ
ক্রেডিট সবসময় একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে চলে যেটি অন্যদের কাছে অনুকরণীয় এবং আগামীতেও তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতের ন্যায় আগামীতেও সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে সহযোগিতার মনোভাব নিয়ে টিম হিসেবে কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি ।
প্রতিষ্ঠান ও সাধারণ সদস্যদের স্বার্থে নির্বাচনপূর্ব ও পরবর্তী বিরূপ পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য বোর্ড সদস্যসহ অন্যান্যরা নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের বিচক্ষণতাপূর্ণ বিবেচনা ও নেতৃত্বের প্রশংসা করেন।
নবনির্বাচিত সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় সভায় ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, প্রধান ও সহকারী নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ব্যবস্থাপক ও ইন-চার্জগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ জানুয়ারি, ২০১৭ রোববার ৬১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটের এই কার্যনির্বাহী পরিষদ নিরঙ্কুশ জয় লাভ করে। ১৬ জানুয়ারি এই পরিষদ এক আনুষ্ঠানিক যৌথসভার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করে।
এসএন/আরপি/ আরবি/ ২১ জানুয়ারি, ২০১৭