ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ১৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট হাসনাবাদে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের মাঝে চারা বিতরণ

হাসনাবাদে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের মাঝে চারা বিতরণ

0
244

ডিসিনিউজ । । নবাবগঞ্জ
পোপ ফ্রান্সিস কর্তৃক ঘোষিত ‘লাউদাতো সি’ বর্ষে ও মুজিব বর্ষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঢাকা ক্রেডিট ২ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় ঢাকা ক্রেডিট সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ করেছে।
৮ নভেম্বর ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়ার নেতৃত্বে হাসনাবাদস্থ বান্দুরা বহুমুখী প্রকল্প ভবন প্রাঙ্গণে ঢাকা ক্রেডিট চারা বিতরণ ও বৃক্ষরোপণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, লরেন্স পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তা, হাসনাবাদ চার্চের ফাদার স্ট্যানিসলাউস গমেজ, বান্দুরা হলিক্রস স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন সিএসসিসহ ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।


এ সময় বক্তারা বলেন, ‘খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ধরিত্রী মাতাকে বাঁচাতে এই বছর ‘লাউদাতো সি’ হিসেবে ঘোষণা করেছেন। এ ছাড়াও মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ঢাকা ক্রেডিট এই মহান উদ্যোগের অংশীদার হয়ে ২ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেছি। এরই অংশ হিসেবে আজ আমরা সদস্যদের মাঝে চারা বিতরণ করছি। আমাদের বৃক্ষ রোপণের কার্যক্রম চলবে ২০২১ সালের মে মাস পর্যন্ত।
‘আমরা যেমন ধরিত্রী মাতাকে আঘাত করেছি, তেমনি বিভিন্ন পরিবেশগত প্রতিকূলতাও সৃষ্টি হচ্ছে। ‘ন্যাচারাল জাস্টিজ’ একটা বিষয় রয়েছে। বৃক্ষ নিধন করে আমরা পরিবেশের ক্ষতি করলে, পরিবেশও তার বিচার করবে। তাই বিভিন্ন সময় আমরা পরিবেশগত বিপর্যয় লক্ষ্য করেছি। তাই আমাদের ধরিত্রী মাতাকে রক্ষা করতে হলে বৃক্ষ রোপণের বিকল্প নাই। শুধু তাই নয়, আজ আপনারা যে চারা নিচ্ছেন, তার যত্ন করতে হবে। নিজের সন্তানের মতো যত্ন করলে একদিন এই গাছ আপনাদের ফল দিবে।’
চারা বিতরণের পর অতিথিরা প্রকল্প ভবনের আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেয়।