ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুলপুরে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের মাঝে চারা বিতরণ

শুলপুরে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের মাঝে চারা বিতরণ

0
448

ডিসিনিউজ । । নবাবগঞ্জ
ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়ার নেতৃত্বে শুলপুরে ঢাকা ক্রেডিটের সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয় ৮ নভেম্বর।
বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুলপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লিন্টু কস্তা, কোরাইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর নয়ন রোজারিও, শুলপুর ক্রেডিটের চেয়ারম্যান সজল জন পিরীচ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, লরেন্স পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তাসহ ঢাকা ক্রেডিটের সদস্যবৃন্দ।
চারা বিতরণের পর অতিথিরা শুলপুর মিশনের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।


ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ এর আগে হাসনাবাদে গিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ বিতরণ করেন ও রোপণ করেন।